বুঝবে কবে, জুঝবে কবে...

লিখেছেন লিখেছেন শফিউর রহমান ০৭ এপ্রিল, ২০১৬, ০১:০২:০৭ দুপুর

.....

কামারুজ্জামানের ফাসির প্রাক্কালে বান কিমুন ফোন করেছিল ফাসি স্থগিত করতে , আমি সেই ফোন রিসিভই করি নাই ওরা আমার কি করতে পেরেছে ? কিছুই করতে পারেনি। সাংবাদিকদের প্রশ্ন- জিএসপি সুবিধা বন্ধ করেছে যে সেটা কি আপনার কোন ক্ষতি নয় ?

উপরের অংশটুকু এখান থেকে কপি পেষ্ট করা Click this link। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে নিচের লেখাঃ

যেদিন পলাশীর আম্রকাণনে ইংরেজদের বিরুদ্ধে দেশের গাদ্দারদের ভূমিকার কারণে পরাজিত হয়ে সিরাজ উদ্দিন বাধ্য হয়ে পালিয়ে বাঁচতে চেয়েছিলেন নিজের স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে, সেদিন এদেশেরই কোন মানষ তাকে ধরিয়ে দিয়েছিল ইংরেজদের কাছে। ভরা মজলিসে তাকে উপহস করা হয়েছে এদেশেরই মানুষের পক্ষ থেকে।

ফলশ্রুতিতে পেয়েছিল ২০০ বছরের গোলামী। হাড়ে হাড়ে টের পেয়েছিল এদেশের বাঙালী মুসলমানেরা - কত ধানে কত চাল। কিন্তু শিক্ষা কি নিয়েছে? কিচ্ছু নেয় নি, শুধু কান্না-ই করেছে ঐ ২০০ বছর ধরে। যদি শিক্ষা নিতো তাহলে আজ তারা শত্রু-মিত্রু চিনতো।

সেদিন যেমন চেনে নি সিরাজকে মিত্র হিসাবে আর ইংরেজ, তথা মীর জাফরদেরকে শত্রু হিসাবে। আজও এরা চিনছে না কে তাদের জন্য কি উপহার দিতে চলেছে।

ইংরেজরা সাত-সমূদ্র তের নদী পারের বলে ২০০ বছর পরে হলেও বিদায় নিয়েছে। কিন্তু আগামীতে ইংরেজদের ভূমিকায় যারা অংশগ্রহণ করতে এগিয়ে আসছে তারা কি কোন দিনই বাঁচতে দেবে আমাদেরকে?

তখন কি শুধু বেছে বেছে জামায়াতের নেতা কর্মীদেরকে গোলাম বানানো হবে? নাকি শুধু যারা প্র্যাকটিসিং মুসলমান, তাদের সাথে গোলামের আচরণ করা হবে? তখনকি শুধু ঈমানদারদের সন্তানদেরকে সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হবে, নাকি সবাইকেই? আজকে কি ৯২ শতাংশ মুসলমানের অধিকারকে খর্ব করে দেশের প্রতিটা সেক্টরের প্রধান প্রধান দ্বায়িত্বশীল পদগুলোতে ৮ শতাংশ লোকদের থেকে বসানো হয় নি? আজই যদি এই অবস্থা হয়, তবে আগামী দিনে কি হবে তা কি এখনো বুঝে আসে না?

কবে বুঝবে এই জাতি! জুঝবে কবে?

বিষয়: বিবিধ

১২৯৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364916
০৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪০
গাজী সালাউদ্দিন লিখেছেন : না বুঝলে মজা খাবে।

365047
০৯ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪২
শফিউর রহমান লিখেছেন : মজা খাবে না, বরং পচে মজে দূর্গন্ধ ছড়াবে। আর যারা খাওয়ার তারাই খাবে। খেয়ে পুরোটাই সাবাড় করবে।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File