শ তে শাহরিয়ার কবির,তুই মুরগি সাপ্লাইয়ার তুই রাজাকার :P
লিখেছেন লিখেছেন কোপা সামসু ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৪৩:০০ রাত
একাত্তরের ঘাতক দালাল শাহরিয়ার কবির পাকিস্তানিদের মুক্তিযুদ্বের সময় মুরগি সরবরাহ করতো আজকে আন্তর্ঘাতিক ট্রাইবুনালে .জামায়াত নেতা মুজাহিদের বিরুদ্বে সাক্ষী দিতে গেলে এই তথ্য বের হয়ে আসে জেরার এক পর্যায়ে আসামিপক্ষের আইনজীবী তাকে প্রশ্ন করেন, মুশতারি শফিকে আপনি চিনেন কিনা? উত্তরে সাক্ষী বলেন, হ্যাঁ আমি চিনি।এরপর শাহরিয়ার কবির বলেন, ‘মুশতারি শফি জাহানারা ইমামের স্মৃতির উদ্দেশে চিঠি নামক বইটি লিখেছেন কিনা তা আমার জানা নেই।’
মুশতারি শফির বইয়ে আপনার সম্পর্কে বলা হয়েছে, আপনি তো মুক্তিযুদ্ধ করেননি বরং পাকিস্তানি হানাদার বাহিনীকে মুরগি সরবরাহ করেছেন। এ কথাটি জেনেই আপনি তার বইটি পড়ার কথা অস্বীকার করছেন, আইনজীবীর এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা একটি নির্জলা মিথ্যা।
তবে মুরগীগুলো কি কাচা না রান্না করা ছিল ? দেশী , ব্রয়লার না ইন্ডিয়ান মুরগি ? জেরায় এই রকম কোনো কিছুই আসে নি
তলে তলে এই দেশে কত কিছু দেখছি ...মুক্তিযুদ্বার মেশিনের ঢুকে অনেক রাজাকার মুক্তিযুদ্বা হয়ে গেছে আর বর্তমানে তাদের লম্পজম্প দেখে শয়তান মুখ টিপেটিপে হাসে আর বলে যতদিন বাংলাদেশে মানুষরুপি এই শয়তানগুলো জীবিত থাকবে ততদিন বাংলাদেশে আমার শয়তানি গিরিঙ্গির কাজ শেষ করে অবসরে গেলাম
সূত্র জাস্ট নিউজ
বিষয়: বিবিধ
১৭২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন