আসলেই কি তারানা হালিম পর্ন সাইট বন্ধের ঘোষনা দিয়েছিলেন !!!
লিখেছেন লিখেছেন বিভীষিকা ১৮ এপ্রিল, ২০১৬, ১১:৩১:৪২ রাত
(Rashed Ibn Adam)
-জি ঘোষনা দিয়েছিলেন , কিন্তু ঘোষনা ডিলেট হয়ে গেছে !!
মানে ?
মূল কাহিনি হলো-
বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা কত, তা জানিয়ে পোস্ট দেন প্রতিমন্ত্রী তারানা হালিম। সেই পোস্টে এম এ আমিন খান নামের এক ব্যক্তি কমেন্ট করেন যে,-
‘আপা, পর্নোগ্রাফির সাইটগুলো বন্ধ করে দেন। এ বিষয়ে আপনারা আইন করেছেন। এখন এসব সাইটগুলো বন্ধ করাটাও খুব জরুরি। যুব সমাজকে পর্নোগ্রাফির ছোবল থেকে রক্ষা করতে না পারলে তাদের কাছে তথ্য-প্রযুক্তির সুফল পৌঁছাবে না।’
আমিনের ওই আবেদনে সাড়া দিয়ে তারানা হালিম উত্তর দেন,
‘আমরা এই সপ্তাহের মধ্যেই সকল পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দেব।’
খুবই ভাল এবং সাহসি একটি ঘোষনা দিয়েছিলেন , অবশ্যই প্রশংসা পাবার যোগ্য ।
কিন্তু আজ অনেকে খুজেও তার কমেন্টে ঘোষনা দেয়া সেই রিপ্লাই এবং কমেন্টটি পেলাম না। মানে ডিলেট করে দিয়েছেন ।
সম্ভবত উপর থেকে তাকে চাপ দিয়েছে , তাই তিনি ঘোষনা দিয়েও বাধ্য হয়েছেন তা রিমুভ করতে , তাই কমেন্টের মত ঘোষনাটাও মনে হচ্ছে রিমুভ হয়ে গেল ।
মনে রাখবেন , কাফের মুশরিকদের বস্তা বচা কুফুরি রাষ্ট্র ব্যবস্থায় থেকে হারাম কে কেউ ধ্বংস করতে পারবেনা , ধ্বংস করতে দিবেনা ।
কুফুরি মতবাদ ছুড়ে ফেলে ইসলা্মী রাষ্ট্র বাস্তবায়ন ব্যাতীত হারাম কে ধ্বংস করা
কখনই সম্ভব নয় ।
বিষয়: বিবিধ
১৩৭২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রোজার সময় কি দিনের বেলা রান্ননা বান্না হয় না ? রান্না সামনে নিয়ে ইফতারীর সময় হবার আগেই কি রোজাদার খাবার খেয়ে ফেলে ?
এসব ঈমানের মজবুতির পরীক্ষা আল্লাহর তরফ থেকে ।
মন্তব্য করতে লগইন করুন