স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে মুক্তিযুদ্ধকে ‘জেহাদ’ বলে প্রচার করা হতো।

লিখেছেন লিখেছেন বিভীষিকা ১১ এপ্রিল, ২০১৬, ০৮:১৮:৩১ রাত

(নয়ন চ্যাটার্জি)



অনেকেই দাবি করে, মুক্তিযুদ্ধ নাকি অসাম্প্রদায়িক চেতনার বলে হয়েছে। কিন্তু ইতিহাস কিন্তু সেটা বলে না। ইতিহাস বলে ভিন্ন কথা। এর একটি উদাহরণ দিচ্ছি-

১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ করে জেহাদ বলে প্রচার করা হতো। উদ্দেশ্য মুক্তিযোদ্ধারা যেন যুদ্ধের সময় ধর্মীয় উদ্দিপনা লাভ করতে পারে এবং জেহাদী চেতনায় পাকিস্তানী বাহিনীর উপর ঝাপিয়ে পড়তে পারে।

এ সম্পর্কে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, পঞ্চমখণ্ড, পৃষ্ঠা- ২৮২-২৮৫ এ বর্ণিত আবু রাহাত মোঃ হাবীবুর রহমান রচিত ১৯৭১ সালের অক্টোবর মাসের এক কথিকায় বলা হয়-

“পশ্চিমা পাকিস্তানের জঙ্গী শাসকগোষ্ঠী বিগত ২৪ বছর যাবত শুধু বাংলাদেশের জনগণকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে নাই, উপরন্তু এদেশের জনগণের সমস্ত আশা-আকাঙ্খা ও তাদের ন্যায্য অধিকার চিরতরে ধূলিস্যাৎ করে দেওয়ার হীন ষড়যন্ত্রে মেতে উঠে বিগত ২৫শে মার্চ থেকে আধুনিক সমরান্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তারা হিংস্র পশুর ন্যায় আমাদের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঘর-্ববাড়ি, ধন-দৌলত, দোকান-পাট লুটপাট করেছে ও জ্বালিয়ে দিচ্ছে, লক্ষ লক্ষ মা-বোনের ইজ্জত নষ্ট করেছে, প্রায় ১ কোটি লোককে দেশ থেকে বিতাড়িত করেছে ও তিন কোটি লোককে নিজেদের ভিটে-মাটি ছাড়া করেছে এবং বলপূর্বক এদেশের মানুষকে মিথ্যার আশ্রয় নিতে ও তাদের আনুগত্য স্বীকারে বাধ্য করার ব্যর্থ চেষ্টা করেছে । ওরা আমাদের সাথে যে ধরনের ‍যুদ্ধে লিপ্ত হয়েছে, তা হচ্ছে ন্যায়ের বিরুদ্ধে অন্যায় কে প্রতিষ্ঠিত করার যুদ্ধ। কোরানের দৃষ্টিতে ওরা শয়তানের বন্ধু ও দোযখী। অতএব আল্লাহর নির্দেশে ওদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া আমাদের ধর্মীয় কর্তব্য। ...............................অতএব, হে বাঙালী ভাইবোনেরা, আসুন আমরা অন্যায়কারী পশ্চিমা হানাদার পশু ও এদের পদলেহী দালাল কুকুরদের বিরুদ্ধে সার্বিক জেহাদ চালিয়ে আমরা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব পালনে সচেষ্ট হই। জয় আমাদের আমাদের ‍সুনিশ্চত। "নাসরু-মিনাল্লাহি ওয়া ফাতহান কারীব"

(আবু রাহাত মোঃ হাবীবুর রহমান রচিত)

[তথ্যসূত্র- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, পঞ্চমখণ্ড, পৃষ্ঠা- ২৮২-২৮৫]

উপরের দলিল দ্বারা প্রমাণিত, মুক্তিযোদ্ধারা ইসলামী চেতনায় যুদ্ধ করেছে, কথিত ধর্মনিরপেক্ষতার সেখানে নামগন্ধও ছিলো না।

বিষয়: বিবিধ

১১০৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365405
১১ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৩
শেখের পোলা লিখেছেন : খটকা লাগল৷ মাত্র ক বছরেই তা উল্টে গেল৷ আচ্ছা এক কাজ করলে কেমন হয়, বহু মুক্তযোদ্ধা এখনও বেঁচে আছেন; তাদের মাঝে একটা জরিপ চালিয়ে দেখা যেতে পারে কোনটা তাদের নিয়ত ছিলে৷ ধর্মীয় চেতনায় তারা যদি জেহাদ করে থাকেন তবে, দেশকে ইসলামশূণ্য করতে দেখে তারা চুপ কেন?
১২ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৪০
303164
বিবেক নাই লিখেছেন : আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়। [সুরা বাকারা: ৮

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File