কি পিচ্চি বাবু! ঘুমাচ্ছ নাকি?!
লিখেছেন লিখেছেন বিভীষিকা ২৩ জানুয়ারি, ২০১৬, ০৮:৪৭:০৭ রাত
- ব্লগার পুস্পিতা
কি পিচ্চি বাবু! ঘুমাচ্ছ নাকি?!
হ্যাঁ, তীব্র শীতের ঠান্ডায় রাতে ঘুমাতে পারি না। তাই সকালের এই রোদই আমাদের একমাত্র ভরসা।
কিন্তু এ বালির উপর শুয়ে থাকতে তোমার কষ্ট লাগে না?
শীতের কষ্ট যে আরো অনেক বেশি।
ওমা কি আশ্চর্য! তোমার সাথে তোমার মতো করে দেখি একটি কুকুরও শুয়ে আছে!
হ্যাঁ, কুকুরটি যেমন আমিও তেমন।
মানে?!
কুকুরটিও ঘর নেই, আমারও নেই।
কেমন লাগছে তোমার, কুকুরের সাথে শুয়ে থাকতে?
তীব্র এই শীতের ভিতর সূর্যের তাপ বিনা খরচে পাচ্ছি, খারাপ না।
কিন্তু তোমার গায়ে কোন জামা নেই কেন?
কুকুরটির গায়েও নেই। আমারও নেই।
খেয়েছ কিছু?
কুকুরটির অপেক্ষায় আছি। সে যে ডাস্টবিনে যাবে, আমিও সেখানে যাব।
তুমি যে অনেক কিছু থেকে বঞ্চিত, সে জন্য কোন দুঃখ নেই, অভিযোগ নেই?
না, অভিযোগ নেই, তবে আগ্রহ আছে।
মানে, কিসের আগ্রহ?
কথিত দেশরত্নের লালসা পুরণে পদ্মা সেতু, ফ্লাইওভার, কুইকরেন্টাল বিদ্যুতের নামে যে লক্ষ কোটি ডলার লুটপাট করা হচ্ছে সেখান থেকে কত টাকা খরচ করলে শোয়ার মতো আমার একটি ঘর থাকত।
আর কি কি জানার ইচ্ছে হয়?
হোটেল রেডিসনে ভারতীয় উলঙ্গ নায়িকাদের নগ্ন শরীর ও কোমড় দোলানো দেখা ও দেখানোর জন্য যত খরচ হয় তার সামান্য কিছু দিয়ে আমার কয়টি জামা হতো।
তারপর?
অবৈধ সংসদে তথাকথিত প্রধানমন্ত্রীর খিস্তি-খেওড় করতে ও শুনতে প্রতি মিনিটে যত খরচ হয় তার সামান্য দিয়ে আমি কয় বেলা খেতে পারতাম!
সবকিছু দেখে কি মনে হয় তোমার?
যদি মানুষের বাচ্চা না হয়ে কুকুরের বাচ্চা হতাম তাহলে ভাল হতো।
কি বলো?! সবাই মানুষ হতে চায়, আর তুমি কুকুর হতে চাও?!
হৃদয়হীন, বিবেকহীন শাসকের এদেশে আমার মতো লক্ষ লক্ষ শিশু অসহায় অবস্থায় পথের পাশে পড়ে থাকে অথচ তথাকথিত সরকার পড়ে থাকে কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে নিরপরাধ মানুষ হত্যায়। যে কোন ভাবে বিরোধী দল নির্মূল করে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতা নিষ্কন্টক করার কাজে। সকল কাজের মূল উদ্দেশ্য যখন সেটি, আমাদের দিকে দেখার সময় যখন তাদের নেই, তখন কি কুকুর হওয়া অনেক ভাল না?! নিজের পথ নিজে খুঁজে নিতে পারব!
বিষয়: বিবিধ
১৮৯৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন, সহমত
জাযাকিল্লাহ...
তবে-
"আর তাদের সম্পদে রয়েছে অভাবী ও ভিক্ষুকদের অধিকার""
তাদের- ওরা কারা??
মন্তব্য করতে লগইন করুন