সবার দৃষ্টি আকর্ষণ করছি।
লিখেছেন লিখেছেন বিভীষিকা ০৪ জানুয়ারি, ২০১৬, ১০:৫৪:৫০ রাত
মনে হয় বিডি টুডের কর্তৃপক্ষগণ একুশে টিভি চ্যানেলের মতো বিক্রি হয়ে গেছে। গতকাল জাফর ইকবাল ও হুমায়ন আজাদের বিভিন্ন বিদেশী লেখকদের বই থেকে "লেখা চুরি" নিয়ে ইউটিউব থেকে একটা ভিডিও শেয়ার দিয়েছিলাম। যার কারণে বিডি টুডের কর্তৃপক্ষগণের চেতনায় আঘাত লেগেছে।তাই ভিডিওটি মুছে দেওয়া হয়েছে। অথচ কিছু নাস্তিক বিডি টুডে ব্লগে ইদানীং আল্লাহ ও তাঁর রাসুল(সাঃ)-কে ব্যাঙ্গ করে যাচ্ছে এবং বিভিন্ন ভালো ভালো বাস্তবধর্মী ইসলামিক লেখার নিচে মন্তব্য করে আল্লাহর রাসুল(সাঃ)-কে গালি দিচ্ছে। এই সমস্ত গালির উত্তর দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই, প্রতিবাদস্বরূপ বিডি টুডে কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, আমাকে এই ব্লগ থেকে চিরদিনের জন্য ব্লক করা হোক।
বিষয়: বিবিধ
১২৪২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টুডেব্লগের অনৈতিকতা ও সম্পাদনার ভারসাম্যহীনতা বহুলালোচিত বিষয়, আজ নতুন নয়!!
টুডেব্লগকে "আমাদের" না ভেবে "তাদের" ভেবে নিলেই আর সমস্যা থাকেনা-
যেমন "সা/মু..ব্লগ", সেখানেও তো "আমরা" আছি!!
আমাদের অন্তর্জ্বালা আল্লাহতায়ালা দেখছেন!!
মন্তব্য করতে লগইন করুন