সবার দৃষ্টি আকর্ষণ করছি।

লিখেছেন লিখেছেন বিভীষিকা ০৪ জানুয়ারি, ২০১৬, ১০:৫৪:৫০ রাত

মনে হয় বিডি টুডের কর্তৃপক্ষগণ একুশে টিভি চ্যানেলের মতো বিক্রি হয়ে গেছে। গতকাল জাফর ইকবাল ও হুমায়ন আজাদের বিভিন্ন বিদেশী লেখকদের বই থেকে "লেখা চুরি" নিয়ে ইউটিউব থেকে একটা ভিডিও শেয়ার দিয়েছিলাম। যার কারণে বিডি টুডের কর্তৃপক্ষগণের চেতনায় আঘাত লেগেছে।তাই ভিডিওটি মুছে দেওয়া হয়েছে। অথচ কিছু নাস্তিক বিডি টুডে ব্লগে ইদানীং আল্লাহ ও তাঁর রাসুল(সাঃ)-কে ব্যাঙ্গ করে যাচ্ছে এবং বিভিন্ন ভালো ভালো বাস্তবধর্মী ইসলামিক লেখার নিচে মন্তব্য করে আল্লাহর রাসুল(সাঃ)-কে গালি দিচ্ছে। এই সমস্ত গালির উত্তর দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই, প্রতিবাদস্বরূপ বিডি টুডে কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, আমাকে এই ব্লগ থেকে চিরদিনের জন্য ব্লক করা হোক।

বিষয়: বিবিধ

১২৪২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356135
০৪ জানুয়ারি ২০১৬ রাত ১১:০৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

টুডেব্লগের অনৈতিকতা ও সম্পাদনার ভারসাম্যহীনতা বহুলালোচিত বিষয়, আজ নতুন নয়!!

টুডেব্লগকে "আমাদের" না ভেবে "তাদের" ভেবে নিলেই আর সমস্যা থাকেনা-
যেমন "সা/মু..ব্লগ", সেখানেও তো "আমরা" আছি!!

আমাদের অন্তর্জ্বালা আল্লাহতায়ালা দেখছেন!!
356137
০৪ জানুয়ারি ২০১৬ রাত ১১:১৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : রাগ করলেন তো হেরে গেলেন। ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নিন. গতকাল তাদের সার্ভারের কাজ চলছিলো তাই মুছে যেতে পারে।
০৬ জানুয়ারি ২০১৬ রাত ০১:১৬
295775
আফরা লিখেছেন : যাক তবু বলেন নাই আবার ও সরকারের রোসানলে ব্লগ ।ধন্যবাদ ।
১১ জানুয়ারি ২০১৬ রাত ১০:৩৫
296076
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনি কি চান্দের দেশে বাস করেন নাকি পাবনার হেমায়েতপুর ঘুরে গেছেন আমার জানা নাই। তাদের ডোমেইন যে নতুন নামে এসেছে সেটা বোধহয় আপনার অজানা। কেউ হয়তো শখ করে ডোমেইন পরিবর্তন করতে যায় না। বুঝেও গাধার মত প্রশ্ন করে কিছু জানতে চাওয়া বোকামী।
১১ জানুয়ারি ২০১৬ রাত ১০:৩৫
296077
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনি কি চান্দের দেশে বাস করেন নাকি পাবনার হেমায়েতপুর ঘুরে গেছেন আমার জানা নাই। তাদের ডোমেইন যে নতুন নামে এসেছে সেটা বোধহয় আপনার অজানা। কেউ হয়তো শখ করে ডোমেইন পরিবর্তন করতে যায় না। বুঝেও গাধার মত প্রশ্ন করে কিছু জানতে চাওয়া বোকামী।
356140
০৪ জানুয়ারি ২০১৬ রাত ১১:৪১
সঠিক ইসলাম লিখেছেন : গতকাল টুডে ব্লগ ম্যাগাজিনে নাস্তিক ব্লগারদের পক্ষাবলম্বন করে একটি সংবাদ ছেপেছিল. যা দেখে সন্দিহান হয়ে গিয়েছিলাম টুডে ব্লগ দেখছি নাকি মুক্তমনা/আমার ব্লগ দেখছি !
356141
০৪ জানুয়ারি ২০১৬ রাত ১১:৫৯
অবাক মুসাফীর লিখেছেন : এই ব্লগ কোনো মানুষ চালায় না... চালায় একটা রোবট... আমার কাছে তথ্‌য আছে...
356143
০৫ জানুয়ারি ২০১৬ রাত ১২:০৭
সত্যের বিজয় লিখেছেন : অপিবাইদান নামক এক নাস্তিক প্রায়ই এই ব্লগে এসে পাগলের প্রলাপ বকে যায়.।মডেরেটররা চুপ কেনো! নাকি তারা নাস্তিকদের দালাল
356147
০৫ জানুয়ারি ২০১৬ রাত ০২:০০
দুষ্টু পোলা লিখেছেন : গতকাল তাদের সার্ভারের কাজ চলছিলো তাই মুছে যেতে পারে।
356153
০৫ জানুয়ারি ২০১৬ রাত ০২:২৬
দ্য স্লেভ লিখেছেন : গতকাল অনেকেল লেখার অনেক কমেন্ট মুছে গেছে। তাদের সার্ভারে কাজ চলছিলো। আপনি আবার পোস্ট করে জনাব Happy
০৬ জানুয়ারি ২০১৬ রাত ০১:১৫
295774
আফরা লিখেছেন : মুডুদের মত কথা বলছেন আপনি ও কি মুডু নাকি ??????
০৬ জানুয়ারি ২০১৬ রাত ০১:৩৬
295777
দ্য স্লেভ লিখেছেন : না আমি মডু না। আমাকে আমার এক প্রিয় জন বলল যে তার লেখার কমেন্ট মুছে গেছে তাই সেই সূত্র ধরে বললাম....HappyHappy Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File