অ.. বুইজ্জি বুইজ্জি!

লিখেছেন লিখেছেন বিভীষিকা ০২ জানুয়ারি, ২০১৬, ০৯:৪৮:১৫ রাত

(নিজাম ভাই)

শুনেছেন, সৌদিতে একজনের কল্লা কাটা হয়েছে?

সমাজবাদীঃ বলবেন না বর্বরদের কথা। কি করেছে লোকটা?

জ্বী, একজনকে হত্যা করেছিল।

সমাজবাদীঃ ওহ! কি নির্মম! একটা মানুষ হত্যার জন্য তাকেও হত্যা করতে হবে? এ কেমন মধ্যযুগীয় বর্বরতা। হয়তো না বুঝে করেছে। এজন্য মেরে ফেলতে হবে? তাকে কয়েকবছর জেল, সর্বোচ্চ যাবজ্জীবন দিয়ে সংশোধনের চেষ্টা করা যেত।

মানুষ কি সংশোধন হয়না?

ওফ!

আজ্ঞে স্যার থাবার রায় ঘোষণা হয়েছে।

তাই?

কি হলো, কি হলো?

জ্বী, দুজনকে ফাঁসি একজনকে যাবজ্জীবন...

ওয়াট?

নো! শিট!

এত প্রতিভাবান একটা ছেলেকে মেরে ফেললো!

ওদের ৬ জনকে ফাঁসি দেয়া দরকার ছিল। রহমানিকেতো সবার আগে ঝোলানো দরকার। আমরা এ রায় মানিনা। মিছিল করা দরকার।

হ্যালো...

ইম্রান...

মন্তব্যঃ অ.. বুইজ্জি বুইজ্জি!

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356023
০২ জানুয়ারি ২০১৬ রাত ১০:০৩
আফরা লিখেছেন : কি বুইজ্জেন আসলে ----------------কিছুই বুইজ্জেন ন Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
356024
০২ জানুয়ারি ২০১৬ রাত ১০:০৭
356025
০২ জানুয়ারি ২০১৬ রাত ১০:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চেতনা না থাকলে বুঝবেন কেমনে!!
356030
০২ জানুয়ারি ২০১৬ রাত ১০:৩৪
শেখের পোলা লিখেছেন : হ ভাই, বুইচ্চি বুইচ্চি৷
অন্যের ষাঁড়ে কাজীর ষাঁড় মারলে,-ষাঁড়কে বদলা ষাঁড় আর বিশ রুপীয়া দাঁড়৷ আর কাজীর ষাঁড়ে অন্যের ষাঁড় মারলে,-লাল কিতাব মে লিক্ষা হ্যায় ইঁউ, ষাঁড়কে বগল মে ষাঁড় বাঁধা হ্যায় কিঁউ?
356057
০৩ জানুয়ারি ২০১৬ সকাল ০৬:৫০
অপি বাইদান লিখেছেন : নারীকে অর্ধেক মাটিতে পুতে রজম(পাথ্থর মারা)এর কি হল? মোহাম্মদের এত প্রিয় রজমকে সভ্য জগতের মানুষ তাহলে যাদুঘরে পাঠিয়েছে, নাকি??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File