অবশেষে গোমর ফাঁস হলো-

লিখেছেন লিখেছেন বিভীষিকা ২৭ অক্টোবর, ২০১৫, ১০:১৯:৩৭ রাত

(নয়ন চ্যাটার্জি)

আওয়ামী ওলামা লীগের হেলালী গ্রুপ সরকার কর্তৃক লিস্টেট ৮৪ ধর্ম বিদ্বেষী ব্লগারের একজন বিপ্লব কান্তি দে’র থেকে দেড় লক্ষ টাকা নিয়েই ওলামা লীগের বুখারী গ্রুপের উপর হামলা চালায় এবং ২৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করে। (http://goo.gl/TjB7gF, http://goo.gl/Ws5IFH)। এর একমাত্র কারণ ওলামা লীগের বুখারী গ্রুপ মানববন্ধনে ইসকন ও তার সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে বলেছিলো। (http://goo.gl/MzIxRK)।

আর বিপ্লব কান্তি দে’ কিন্তু ইসকন সদস্য। আমি আগেই বলেছিলাম, বর্তমানে বাংলাদেশের অনেক অরাজকতার পেছনে এই ইহুদী সংগঠন ইসকন ও তার অঙ্গসংগঠনগুলো (যেমন: জাগো হিন্দু, হিন্দু মহাজোট) জড়িত, অবশেষে তার প্রমাণ মিললো।

তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আওয়ামীলীগ নিজেকে স্বাধীনতা পক্ষের শক্তি দাবী করলেও হেলালী গ্রুপের নেতা হেলালী কিন্তু রাজাকার পরিবারের সন্তান। দেখুন খবরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হোসেন কি বলে-

“বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের এক গ্রুপের সভাপতি ইলিয়াস বিন হেলালীকে রাজাকার পরিবারের সন্তান বলে আখ্যায়িত করে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যায়নপত্র দিয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মো: মোজাম্মেল হোসেন।

গত ১ ফ্রেব্রুয়ারি ২০১৫ তারিখে প্রধানমন্ত্রীর কাছে দেওয়া প্রত্যয়নপত্রটি আজ সোমবার গণমাধ্যমে এসেছে।

প্রধানমন্ত্রীর নিকট দেয়া প্রত্যায়নপত্রে সংসদ সদস্য মোজাম্মেল হোসেন বলেন, হেলালীর পিতা ও চাচা মুক্তিযুদ্ধের সময় অস্ত্রধারী সক্রিয় রাজাকার ছিল। তার বড় ভাই আবু সালেহও একজন সক্রিয় রাজাকার ছিল।

অপরদিকে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন শিকদারও এক প্রত্যয়নপত্রে বলেছেন, ইলিয়াস হেলালীর বাবা, চাচা ও ভাই রাজাকার ছিল। তার ভাই আবু সালেহ বর্তমানে যুদ্ধাপরাধীর মামলার ৮ নম্বর আসামি। তাদের পরিবারকে এলাকার মানুষ রাজাকার পরিবার হিসেবে জানে। আমি তার বিচার দাবি করছি।”

(সূত্র: http://goo.gl/FtbcmG)

আমার মনে হয়, বর্তমানে যে মহলটি বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে পর্দার আড়ালে থেকে উঠে পড়ে লেগেছে তার সাথে পশ্চিমা ইহুদী সংগঠন ইসকনের সদস্য বিপ্লব কান্তি দে এবং তার সহযোগী রাজাকার পরিবারের সন্তান হেলালী জড়িত। এ ব্যাপারে বাংলাদেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।

-বিপ্লব কান্তি দে’ র আইডি - https://www.facebook.com/biplobkantidey

-রাজাকার হেলালীর সাথে বিপ্লব কান্তি যোগাযোগ- https://goo.gl/UtnkKu

-বিপ্লব কান্তি দে ’র আইডি থেকে ইসকনের বিভিন্ন ছবি প্রচারের প্রমাণ-

১) https://goo.gl/MPp3pc

২) https://goo.gl/XXd1o8

৩) https://goo.gl/wszjEh

৪) https://goo.gl/A7Qyc5



বিষয়: বিবিধ

৩৯১৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347468
২৭ অক্টোবর ২০১৫ রাত ১০:২৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সুন্দর বক্তব্যর জন্য আপনাকে অনেক ধন্যবাদ
347470
২৭ অক্টোবর ২০১৫ রাত ১০:৩৭
নূর আল আমিন লিখেছেন : যা কিছুই হোক, গীন্নি বলবে কেষ্টা বেটাই চোৱ
347482
২৭ অক্টোবর ২০১৫ রাত ১১:১৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
347485
২৭ অক্টোবর ২০১৫ রাত ১১:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কালো হাতকাটা কোট পড়লেই সব মুক্তিযোদ্ধা!!
347492
২৮ অক্টোবর ২০১৫ রাত ১২:২১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..



গোমর ফাঁস করার মত খবরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ..
২৮ অক্টোবর ২০১৫ রাত ০৩:৪২
288504
বিভীষিকা লিখেছেন : ধন্যবাদ
347791
৩০ অক্টোবর ২০১৫ সকাল ০৮:১০
হতভাগা লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File