আসুন জেনে নেই ভারতের কোন অঙ্গরাজ্যে গরু জবাই করলে কি শাস্তি----------

লিখেছেন লিখেছেন বিভীষিকা ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১৮:২২ রাত

(নয়ন চ্যাটার্জি)

১) অন্ধ্রপ্রদেশ : ৬ মাসের জেল + ১ হাজার রুপি জরিমানা

২) আসাম : ৬ মাসের জেল + ১ হাজার রুপি জরিমানা

৩) বিহার : ৬ মাসের জেল + ১ হাজার রুপি জরিমানা

৪) দমন ও দিউ : ২ বছরের জেল + ১ হাজার রুপি জরিমানা

৫) দিল্লী : ৫ বছরের জেল + ১০ হাজার রুপি জরিমানা

৬) গোয়া : ২ বছরের জেল + ১ হাজার রুপি জরিমানা

৭) গুজরাট : ৭ বছরের জেল + ৫০ হাজার রুপি জরিমানা

৮) হরিয়ানা : গরু+মহিষ কোনটাই করা যাবে না, করলে ৫ বছর জেল + ৫ হাজার রুপি জরিমানা

৯) হিমাচল : গরু+মহিষ কোনটাই করা যাবে না, করলে ২ বছর জেল + ১ হাজার রুপি জরিমানা

১০) জম্মু কাশ্মীর : গরু+মহিষ কোনটাই করা যাবে না, করলে ১০ বছর জেল + এবং জবাইকৃত পশুর মূল্যের ৫ গুন জরিমানা

১১) কর্নাটক : ৬ মাসের জেল + ১ হাজার রুপি জরিমানা

১২) মধ্য প্রদেশ : ৩ বছরের জেল +৫ হাজার রুপি জরিমানা

১৩) উড়িষ্যা : ২ বছর জেল + ১ হাজার রুপি জরিমানা

১৪) পুদুচেরি : ২ বছরের জেল +১ হাজার রুপি জরিমানা

১৫) পাঞ্জাব : গরু+মহিষ কোনটাই করা যাবে না, করলে ২ বছরের জেল +১ হাজার রুপি জরিমানা

১৬) রাজস্থান : গরু+মহিষ কোনটাই করা যাবে না, করলে ২ বছরের জেল + ১০ হাজার রুপি জরিমানা

১৭) তামিলনাড়ু : ৩ বছরের জেল + ১ হাজার রুপি জরিমানা

১৮) তেলেঙ্গানা : ৬ মাসের জেল + ১ হাজার রুপি জরিমানা

১৯) উত্তরপ্রদেশ : ২ বছর জেল + ১ হাজার রুপি জরিমানা

২০) পশ্চিমবঙ্গ : বৃদ্ধ ও প্রজননে অক্ষম গরু করা যাবে। তবে এর বাইরে করলে ৬ মাসের জেল + ১ হাজার রুপি জরিমানা

২১) মহারাষ্ট্র: ৫ বছরের জেল ও জরিমানা

(LINK----http://goo.gl/XzTnRZ)

-----------------------------------------------------------------------------

এবার আসুন জেনে নেই পৃথিবীতে সর্বাধিক গরুর মাংশ রফতানিকারক তিন দেশের নাম:

১) ভারত : ২.৫ মিলিয়ন টন

২) ব্রাজিল : ২.০ মিলিয়ন টন

৩) অস্ট্রেলিয়া : ১.৫ মিলিয়ন টন

(http://goo.gl/MWaHYe)

-----------------------------------------------------------------------------------------

এবার দেখি, ভারতের কোন কোন কোম্পানি সবচেয়ে বেশি গরুর মাংশ রফতানি করে এবং তাদের মালিকের নাম কি ?

১. আল-কাবীর এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, মালিক : শতীস ও অতুল সাবহারওয়াল

২. এরাবিয়ান এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, মালিক : সুনীল কাপুর

৩. এমকে আর ফ্রোজেন ফুড এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, মালিক : মদন এবোট

৪. পিএমএল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, মালিক : এ এস বৃন্দা

(সূত্র: মুসলিম মিরর, ৪ঠা ডিসেম্বর, ২০১৪, লিঙ্ক: http://goo.gl/aGdoir)

--------------------------------------------------------------------------------------

উপরের সূত্রগুলো এটাই প্রমাণ করে ভারতীয় হিন্দুরা ঠিকই তাদের মাকে কেটে কেটে বৈদেশিক মূদ্রা অর্জন করে, তবে তাদের দেশে গরু জবাইয়ের বিরোধী যে আইন আছে সেটা শুধুমাত্র মুসলিমদের জন্য, হিন্দুদের জন্য নহে।

ধর্মনিরপেক্ষ সংবিধান বিশিষ্ট একটি দেশে এ ধরনের আইন থাকতে পারে না। তাই অবিলম্বে ভারতে গরু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এবং মুসলিমদের প্রকাশ্যে গরু কোরবানীর অধিকার ফিরিয়ে দেওয়া হোক।

বিষয়: বিবিধ

১২৩৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340810
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:২০
কাহাফ লিখেছেন :
ভন্ডামী আর অপকর্মের ইজারা তো রেন্ডিয়ারা অনেক আগেই নিজেদের আয়ত্বে নিয়ে রেখেছে!
দ্বৈত আচরণে ওদের কোনই শরম লাগবে না!!
340830
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:১৮
340836
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২৯
নজরুল ইসলাম টিপু লিখেছেন : গরুকে ওরা মা বলে, কিন্তু এই গরু যখন কোন সন্তানের খেত তথা হিন্দুর খেত খেয়ে ফেলে তখন এমন বেদম মার দেয়, যা ইহজনকে কেউ কোনদিন দেখেনি। সন্তান হয়ে যারা মাতাকে এমন বেদম মার যে দেয়, সে সন্তান গুলো কেমন হবে তা বলাই বাহুল্য........
340869
১০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৫৮
সামছুল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
340942
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গরুর চামড়ার জুতায় আপত্তি নাই তাদের!
341035
১১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৪৯
হতভাগা লিখেছেন : সেক্যুলার দেশের ধ্বজাধারী চরম হিন্দুবাদী এই দেশ তাদের মুসলমানবিদ্বেষীতা থেকেই এই কাজ করেছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File