আবার নতুন ষড়যন্ত্র! কোরানের আয়াত সমূহকে উলট-পালট করে বাজারে বিক্রি করা হচ্ছে।
লিখেছেন লিখেছেন বিভীষিকা ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৪৫:৪৮ দুপুর
পবিত্র কুরআনে ভুলে ভরপুর কপি সমপ্রতি সিলেটে উদ্ধার করা হয়েছে। কুদরত উল্লাহ মার্কেটস্থ করিমিয়া লাইব্রেরি থেকে ক্রয়কৃত এবং নিউ এমদাদিয়া প্রকাশনী ৩৭,বাংলাবাজার, ঢাকা-১১০০ কর্তৃক পরিবেশিত ’ছহীহ নূরানী কোরআন শরীফ’এর মধ্যে বিভিন্ন জায়গায় ভূল ছাপা হয়েছে। পবিত্র কোরআন শরীফের কভারের উপর ‘কলিকাতার ছাপা’ শব্দটি লিখিত ঢাকার একটি প্রকাশনী কর্তৃক প্রকাশিত কোরআন শরীফের পৃষ্টা নং ২৯৪ এর পরে ২৯৫ নং থাকার কথা থাকলেও সেখানে ভূল ছাপা হয়েছে। যেমন সূরা কাহাফ এর ২১ নং আয়াতের পরে ২২ নং আয়াত থাকার কথা থাকলেও সেখানে ২৯ আয়াত শুরুহয়েছে। এখানে ৭ টি আয়াত নেই। এছাড়াও ২৩ নং পাড়ায় সুরা ইয়াসীনের জায়গায় অন্য একটি সুরার নাম লেখা হয়েছে। সুরা ইয়াসিনের ৫৭ নং আয়াতের পরে সালামুন ক্বাওলাম মিররাব্বির রাহীম’ এর মধ্যে আলাম আ’হাদ’ শব্দটি ঢুকিয়ে দেওয়া হয়েছে যার ফলে আয়াতের অর্থই বিকৃত হয়ে যায়। হাজি কুদরত উল্লাহ মার্কেটস্থ করিমিয়া লাইব্রেরীসহ একাধিক দোকান থেকে সংগৃহিত ঢাকার নিউ এমদাদিয়া প্রকাশনীর ১ ও ১৭ নং সাইজের কোরআন শরীফের একাধিক কপির মধ্যে এমন ভুল পরিলক্ষিত হয়েছে। এদিকে এমন ভুলে ভরা পবিত্র কুরআনে বাজার ছেয়ে যাওয়ায় সিলেটের আলিম সমাজ ফুঁসে উঠেছেন। বৃহত্তর সিলেটের বিশিষ্ট উলামায়েকেরাম এক বিবৃতিতে বলেছেন, মুসলমানদের প্রধানধর্মীয় গ্রন’ হলো পবিত্র আল কোরআন। এই কোরআনে কোনরকম ভূল-ভ্রান্তি নেই। এমনকি এতে সন্ধেহের অবকাশ ও নেই, এই ঘোষণা স্বয়ং আল্লাহ তায়ালার। কিন’ ইদানিং দেখা যাচ্ছে কতিপয় অসাধু ব্যবসায়ী মুসলমানদের প্রধান ধর্মীয় গ্রন’ আল কোরআনের মুদ্রণজনিত ভুল থাকা সত্তে ও হাজার হাজার কপি বিক্রয় করে সাধারণ ধর্মপ্রাণ লোকদেরকে বিভ্রান্ত করছে। পবিত্র কোরআন শরীফের মধ্যে এমন সব মারাত্মক ভুলের পেছনে ইসলাম বিদ্বেষী চক্রের ইন্ধন আছে কিনা তা খুজে বের করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন উলামায়ে কেরাম। বিবৃতি প্রদানকারীরা হচ্ছেন- জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা শায়খ জিয়াউদ্দীন, সেক্রেটারী মাওলানা শায়খ আতাউর রহমান, সিলেট মহানগর জমিয়তের সহসভাপতি মাওলানা হাফিজ সৈয়দ শামিম আহমদ, জামিয়া মাদানীয়া বিশ্বনাথের প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, সিলেট জেলা স্বেচ্চাসেবক জমিয়তের সভাপতি আলহাজ্ব মাওলানা মুশতাক আহমদ চৌধুরী,সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাদানী কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী,শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামিয়ার হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসেমী,জামিয়া হেদায়াতুল ইসলাম সিলেটের প্রিন্সিপাল মুফতি মুতিউর রহমান প্রমুখ।
বিস্তারিত লিঙ্কে দেখুনঃ- http://amadersylhet.com/amadersylhetv1/%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A6%86%E0%A6%A8-%E0%A6%B8/
বিষয়: বিবিধ
১৯৪৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লিখাটি পড়লাম।
শুভেচ্ছা আপনাকে।
ভাই যে লাইব্রেরীর কথা বলছেন - তারাতো আমার জানা মতে কাওমীর ই আলেম বা প্রভাবিত। কেন তাদের প্রতিষ্ঠানে এমন হল।
আপনাকে অনেক ধন্যবাদ, অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন।
মন্তব্য করতে লগইন করুন