বিচার দিবসের কিছু পরিস্থিতি:-

লিখেছেন লিখেছেন বিভীষিকা ১৬ মে, ২০১৪, ১২:৫০:৩৩ রাত

১. সেদিন সকলে একত্রিত হবে,

২. দুনিয়ার জমিন হবে রুটির ন্যায়,

৩. মানুষ নগ্নপদ, নগ্নদেহ ও খতনাবিহীন সমবেত হবে,

৪. কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না,

৫. কাফেরদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করা হবে,

৬. প্রতি হাজারে ৯৯৯ জন লোক জাহান্নামী বলে ঘোষিত হবে,

৭. ঐদিন মানুষ ঘর্মাক্ত হবে, এমনকি ঘাম তাদের কান পর্যন্ত পৌছাবে,

৮. সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে,

৯. দুনিয়াতে যারা আল্লাহর জন্য সিজদাহ করে নাই কিংবা লোক দেখানোর জন্য সিজদাহ করেছে তারা সেদিন আল্লাহকে সিজদাহ দিতে পারবে না,

১০. মুমিনদের হিসাব হবে মুখো-মুখি,

১১. যার হিসাব পুংখানুপুংখ যাচাই করে হবে সে ধ্বংস হবে,

১২. ঐদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে,

১৩. হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে,

১৪. সে দিনের সময় সীমা হ'ল ৫০ হাজার বছরের সমান,

১৫. তবে ঐ দিন মুমিনের জন্য একটি ফরজ সালাত আদের সময়ের ন্যায় মনে হবে ।

--(১: সূরা আন আম: ২২/ ২: বুখারী, মুসলিম, মিশকাত হা: ৫২৯৮/ ৩-৪: বুখারী, মুসলিম, মিশকাত হা: ৫৩০২/ ৫: বুখারী, মুসলিম, মিশকাত হা: ৫৩০৩/ ৬: বুখারী: ৪৭৪১/ ৭-৮: বুখারী, মুসলিম, মমিশকাত হা: ৫৩০৬, ৫৩০৮/ ৯: সূরা কালাম:৪২-৪৩; মিশকাত: ৫৩০৮/ ১০-১১: মিশকাত: ৫৩১৫/ ১২: সূরা ইয়াসীন: ৬৫/ ১৩: সূরা নূর: ২৪; হা-মীম সাজদাহ: ২০/ ১৪: মুসলিম, মিশকাত হা: ১৭৭৩/ ১৫: বায়হ্বাকী, মিশকাত হা: ৫৫৬৩)।

বিষয়: বিবিধ

১০৬৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222167
১৬ মে ২০১৪ রাত ০১:০৪
মাটিরলাঠি লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান।
222189
১৬ মে ২০১৪ রাত ০৪:৩৫
প্রবাসী মজুমদার লিখেছেন : অশিক্ষিতদের জন্য ইসলাম ধর্ম নয়। আর এ ধর্মে আজ সেই অশিক্ষিতদের পদভারে জর্জরিত বলেই কোরআন হাদিস এসব মিথ্যুক মুর্খ পণ্ডিতদের কাছে মুল্যহীন। ধন্যবাদ।
222207
১৬ মে ২০১৪ সকাল ০৭:০৯
হতভাগা লিখেছেন : আল্লাহ আমাদের বিচার দিবসের কঠিন পরিস্থিতি এবং জাহান্নামের আগুন হতে রক্ষা করুন - আমীন ।
222235
১৬ মে ২০১৪ সকাল ১০:১৭
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
224469
২২ মে ২০১৪ রাত ০৩:৩৬
সাদাচোখে লিখেছেন : ওহ আল্লাহ আমাদেরকে আপনার অনুগত বান্দা ও আত্মসমর্পনকারীদের অন্তর্ভুক্ত করুন এবং যাবতীয় পরীক্ষা ও টেস্টকে সহজ করে দিন যাতে আমরা আলটিমেটলী বেহেস্তবাসী হবার জন্য যোগ্য হই।
ধন্যবাদ।
226278
২৬ মে ২০১৪ রাত ০২:৪৬
মিজবাহ লিখেছেন : জাজাকুম আল্লাহ খাইরান ভাই। সাদাচোখের ভাষায় বলি "ওহ আল্লাহ আমাদেরকে আপনার অনুগত বান্দা ও আত্মসমর্পনকারীদের অন্তর্ভুক্ত করুন এবং যাবতীয় পরীক্ষা ও টেস্টকে সহজ করে দিন যাতে আমরা আলটিমেটলী বেহেস্তবাসী হবার জন্য যোগ্য হই। "

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File