যে দেহের সৌন্দর্য হবে চির অম্লান।

লিখেছেন লিখেছেন বিভীষিকা ২৩ এপ্রিল, ২০১৪, ০৮:২৬:৫২ রাত

কিছুদিন আগে নখ কাটছিলাম। নখগুলো টেবিলের উপর ছিল। নখ কাটা শেষ হতে না হতেই দেখি তিন-চারটা পিঁপড়া এসে একটা নখনিয়ে যাবার জন্য টানা হেঁচড়া করছে। তখন হঠাৎ করে মনে এ ভাবনার উদয় হলো-যতক্ষণ এ নখগুলো আমার দেহের সাথে সংযুক্ত ছিল তখন কোন পিঁপড়ে এসে তা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেনি, কিন্তু যেই না তা আমার দেহ থেকে বিচ্ছিন্ন হলো তখনি তা পিঁপড়ের খাবারে পরিণত হলো। ঠিক তেমনি যখন আমার দেহথেকে আমার প্রাণ বের হয়ে যাবে, আমার শত যত্নে গড়া এ সাঁধের দেহ মাটির ঘরে রেখে আসা হবে তখন এ দেহের কোন দাম থাকবে না, হোক না তা যতই সুন্দর কিংবা কুৎসিত, সাদা কিংবা কালো, চিকন কিংবা মোটা, ঢিলে-ঢালা শরীর কিংবা ব্যায়ামেরমাধ্যমে গড়া পেটা শরীর; অবশেষে তা হবে পোকা-মাকড় আর পিঁপড়ের খাবার,পরিণত হবে তাদের বসত বাড়ীতে। মাটির দেহ অবশেষে মাটির সাথেই মিশে যাবে শুধু বেঁচে থাকবে আমার আমল আর আমার কর্ম। হে আল্লাহ্! আমি তো মাটি দিয়ে গড়া এক আদম সন্তান, যার দেহ পঁচে যাবে আর পরিণত হবে পোকা-মাকড়ের খাবারে; তবুও এই অস্থায়ী দেহ দ্বারা তোমার যে ইবাদত করা হয় তুমি তা কবুল করে নাও আরো বেশী আমল করার তাওফীক দান করো, আমার আত্মাকে তুমি সংশোধন করে তোমার আপন করে নাও। যদি তুমি কবুল না কর তাহলে কীভাবে পাব সে দেহ, যার কোন লয় হবে না, ক্ষয় হবে না, যে দেহ দেখে দর্শকের চোখের পাতা নড়বে না, যে দেহ থেকে বের হবে মেশকের ঘ্রাণ, যে দেহের সৌন্দর্য হবে চির অম্লান। হে মহা সৌন্দর্যের আধার! তুমি আমাদের কবুল কর। আমীন।

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212353
২৩ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৮
নীল জোছনা লিখেছেন : তবুও এই অস্থায়ী দেহ দ্বারা তোমার যে ইবাদত করা হয় তুমি তা কবুল করে নাও আরো বেশী আমল করার তাওফীক দান করো, আমার আত্মাকে তুমি সংশোধন করে তোমার আপন করে নাও। Praying Praying Crying Crying Crying
212372
২৩ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৪
শিশির ভেজা ভোর লিখেছেন : সোনার এ দেহ খাবে পিঁপড়ে। Crying Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File