একজন জার্মান মুসলিম স্কলারকে যখন ইসলাম আর সন্ত্রাসবাদের সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করা হল, তখন তিনি এই কথাগুলো বলেছিলেনঃ
লিখেছেন লিখেছেন বিভীষিকা ০২ এপ্রিল, ২০১৪, ০৩:৫০:৫৩ রাত
- প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত কারা করেছিল? মুসলিমরা নয়, তাই না?
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা শুরু করেছিল? মুসলিমরা নয়, তাই না?
- অস্ট্রেলিয়ায় প্রায় দুই কোটি অ্যাবোরিজাইনদেরকে কারা হত্যা করেছিল? মুসলিমরা নয়, তাই না?
- মানবজাতির ইতিহাসে সর্ব প্রথম বারের মত কারা পারমাণবিক বোমা ফাটিয়েছিল? মুসলিমরা নয়, তাই না?
- উত্তর আমেরিকার দশ কোটিরও বেশি আদিবাসীকে কারা হত্যা করেছিল? মুসলিমরা নয়, তাই না?
- দক্ষিণ আমেরিকার পাঁচ কোটি আদিবাসীকে কারা খুন করেছিল? মুসলিমরা নয়, তাই না?
- কারা আফ্রিকার আঠারো কোটি মানুষকে গোলাম বানানোর জন্যে জোর করে ধরে নিয়ে গিয়েছিল, তারপর তাদের শতকরা ৮৮ ভাগকে মেরে আটলান্টিক মহাসাগরে ফেলে দিয়েছিল? মুসলিমরা নয়, তাই না?
না, মুসলিমরা নয়! আগে সন্ত্রাসবাদের একটা সঠিক পরিচয় নির্ধারণ করুন। যদি একজন অমুসলিম কোনও কারণ ছাড়াই মানুষ খুনের মত অপরাধ করে, তখন আপনারা সেটাকে শুধু “অপরাধ” হিসেবেই ধরে নেন, এবং আপনাদের চোখে সেই অমুসলিমটি হয় স্রেফ একজন “অপরাধী”।
কিন্তু একজন মুসলিম যদি নিজেকে বাঁচানোর জন্যেও লড়াই করে, তাহলে সে আপনাদের কাছে হয়ে যায় একজন ভয়ানক সন্ত্রাসী! আগে এই “ডাবল স্ট্যাণ্ডার্ড” পরিহার করুন, তারপর এ- ব্যাপারে কথা বলতে আসুন!
বিষয়: বিবিধ
১৩০৮ বার পঠিত, ১১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
খুব ভালো লাগ্লো...
তবে রেফারেন্স দেয়ার অভ্যাস করুন।
আমাদের এই উপমহাদেশেও ইউরোপিয় উপনিবেশিক রা হত্যা করেছিল অসংখ্য মানুষকে। যে পর্তগিজ রা এইদেশে ডাকাতি করত এখন তারা যখন মানবাধিকার এর কথা বলে তখন শুনলে হাসি পায় বৈকি।
মন্তব্য করতে লগইন করুন