আলেম ৩ শ্রেণীর যথাঃ-পপুলার, স্যাকুলার এবং পিউর।

লিখেছেন লিখেছেন বিভীষিকা ২০ জানুয়ারি, ২০১৪, ০২:১০:২১ রাত

আলেম ৩ শ্রেণীর যথাঃ-পপুলার, স্যাকুলার এবং পিউর।

(১) পপুলার হচ্ছেন তারা,যারা সকল শ্রেণীর মানুষের কাছে প্রিয়, তারা ঊর্দ্ধ জগত আর পরজগত নিয়ে কথা বলেন। কিন্তু মধ্যজগত নিয়ে কথা বলেন না।কারণ মধ্যজগতে হক্ব কথা বললে জালিমের পক্ষ মার খেতে হয়। যেমনঃ তাবলীগ জামাত।

(২) স্যাকুলার হচ্ছেন তারা,যারা মুনাফিক, মুর্তাদ, নাস্তিক ক্ষমতাসীনদের কাছে প্রিয়, বাতিলদের গোলামী করেন।যেমনঃ ভণ্ড,বেদাতী,মাজারপূজারী,দরবারী,তরিকাপন্থী ইত্যাদি।

(৩) আর পিউর হচ্ছেন তারা,যারা ঊর্দ্ধজগত,মধ্যজগত ও পরজগত নিয়ে কথা বলেন অর্থাৎ হক্ব কথা বলেন, যারা ইসলাম বিরোধীদের জুলুমের শিকার, তারাই হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা যাদেরকে এই দুনিয়ায় আল্লাহ নানানভাবে পরীক্ষা করেন। আর তাদের জন্যই আখেরাতে আল্লাহর কাছে রয়েছে মহান পুরস্কার।যেমনঃ জামায়াত ইসলাম,হেফাজত ইসলাম ইত্যাদি।

মূলতঃ আল্লাহর রাসুল(সাঃ)ও সাহাবীরা ঊর্দ্ধজগত,মধ্যজগত ও পরজগত নিয়ে কথা বলেছেন এবং তাঁরা প্রচণ্ড মারও খেয়েছেন।

বিষয়: বিবিধ

২২৭৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164712
২০ জানুয়ারি ২০১৪ রাত ০২:৩৪
সঠিক ইসলাম লিখেছেন : আংশিক ভুল আছে ভাই, তাবলীগ আর হেফাজত একই, দ্বীনের দু সেক্টরে ভিন্ন অবস্থানে একই দল তথা দেওবন্দী ওলামা।
২০ জানুয়ারি ২০১৪ রাত ০২:৪৬
118896
বিভীষিকা লিখেছেন : ঠিক বলেছেন ইসলাম ভাই। তাবলীগ আর হেফাজত একই, দ্বীনের দু সেক্টরে ভিন্ন অবস্থানে একই দল তথা দেওবন্দী ওলামা।তবুও আমি হেফাজতকে দেওবন্দ থেকে আলাদা করলাম।শুধু নাস্তিক বিরোধী আন্দোলনের জন্য
164716
২০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৩৩
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File