ALOHA নিয়োগ বিজ্ঞপ্তি
লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম প্রফেসর এ্যাকাউন্টিং বিআইইউ ২৮ জুন, ২০১৩, ০৩:২৯:৩১ দুপুর
নিয়োগ বিজ্ঞপ্তি
ALOHA বিশ্বের ৩২টি দেশে ৬-১৪ বছরের বাচ্চাদেরকে ক্যালকুলেটর ছাড়াই অনেক জটিল অংক নিমিষেই সমাধান করার কাজে নিয়োজিত। বাংলাদেশে ২০টি সেন্টারের মাধ্যমে ALOHA নির্ভুল ও অতি দ্রুত অংক শেখাচ্ছে। ALOHA হলো বিভিন্ন টেকনিকে অংক শেখার আন্তর্জাতিক প্রতিষ্ঠান! এই প্রতিষ্ঠানে দক্ষ, যোগ্য, পরিবর্তন আনতে সক্ষম, শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতিজ্ঞ, অত্যুৎসাহী, অংকে পারদর্শী, বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহব্বান করা হচ্ছে।
পদের নাম ও সংখ্যা
Royal Ambassador
পুরুষ-১৬ জন
মহিলা-১৫ জন
কর্তৃপক্ষ পদ সংখ্যা বাড়াতে বা কমাতে পারবেন।
বেতন ও আনুষঙ্গিক
৭,০০০-২৫,০০০ টাকা পর্যন্ত। তবে আলোচনা সাপেক্ষে দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের জন্য আকর্ষনীয় প্যাকেজ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে অনার্স পাস/ অংকে পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, নাগরিকত্ব সনদ, মার্কস সার্টিফিকেট এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপিসহ আবেদনপত্র প্রতিষ্ঠানের ঠিকানায় জুলাই ২১, ২০১৩ তারিখের মধ্যে সরাসরি/ডাকযোগে নিন্মোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে। উল্লেখ্য পার্ট টাইমের জন্য স্টুডেন্টস ও স্কুলের টিচারগণ আবেদন করতে পারবেন।
পরিচালক
ALOHA বাংলাদেশ খুলনা সেন্টার; বাড়ি#৯৮, রোড#০২, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা। মোবাইল: ০১৯১২-৪৬৫৮৩৭; web: http://www.alohabangladesh.com
বিষয়: বিবিধ
১৩৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন