অন্যায্য রায়ের মাধ্যমে জাতিকে বরং কলঙ্কিত করা হলো কিনা
লিখেছেন লিখেছেন হলদে ডানা ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৫০:৩১ রাত
জাতিকে কলঙ্কমুক্ত করতে গিয়ে আরো অধিক মাত্রায় কলঙ্কিত করা হলো কিনা।
১. রায় এবং চার্জশীট বেলজিয়ামের একজন ফাসির দাবীকারীর নিকট থেকে লিখিয়ে আনা,
২. আসামীদের সাক্ষী সংখ্যা সীমিত করে দেয়া,
৩. আসামীপক্ষকে সময়সীমা সংক্ষিপ্ত করে দেয়া,
৪. সাক্ষী আদালতের গেট থেকে অপহরণ করা,
৫. সরকারের সাক্ষীদেরকে সেফ হোমে এনে প্রশিক্ষণ দেয়া,
৬. তাদেরকে বহু প্রশ্ন জিজ্ঞেস করতে না দেয়া,
৭. সাক্ষী হাজির না করে, জেরা করার সুযোগ না দিয়ে লিখিত জবানবন্দীকে সাক্ষ হিসেবে গ্রহণ করা
৮. নামে আন্তর্জাতিক, কিন্তু বিদেশি আইনজীবী আনতে দেয়া হয়নি।
৯. বিদেশী স্বাক্ষী আনার অনুমতি না দেয়া।
১০. বিদেশী পর্যবেক্ষক আসতে না দেয়া।
১১. তরুণদেরকে সরকারী ব্যবস্থাপনায় রাস্তায় অবস্থান করিয়ে বিচারকদের উপর ফাসীর রায় দিতে চাপ প্রয়োগ করা।
১২. মন্ত্রী এমপি একযোগে অগ্রীম রায় ঘোষণা করা, বিচারের আগেই বিচার করা।
১৩. অন্যদিকে আসামীপক্ষকে রাস্তায় নামা মাত্র গুলি করা, নিজেদের বিষয়ে কথা বলার সুযোগ না দেয়া।
তথ্য প্রমাণ থাকলে এত কিছুর প্রয়োজন হয়না, তথ্য প্রমাণ না থাকলেই ছলনা ও শক্তি প্রয়োগের আশ্রয় নিতে হয়। তাই প্রশ্ন জাগে কলঙ্কমুক্ত হতে গিয়ে জাতিকে আরো অধিক মাত্রায় কলঙ্কিত করা হলো কিনা?
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন