মওকা... মওকা ফের আয়ে গা…
লিখেছেন লিখেছেন লেখক ভাই ২৭ মার্চ, ২০১৫, ০২:৪০:৪২ রাত
এটাই সত্য যে, বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ক্রিকেট দল ভারতের চাইতে ভাল খেলে ভারতের বিপক্ষে জিততে পারতো। কিন্তু আমরা অনৈতিক শক্তির কাছে হেরে গিয়েছিলাম। আমরা ভারতের চিটিং ও বাটপারীর কাছে হেরে গিয়েছিলাম। আজ অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে সেটা প্রমাণ করে দিল। ভারতকে হারানোয় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ।
আশাকরি, আজ ভারতের ক্রিকেট ভক্তরা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের বুকের ভিতরের চাপা কান্না কিছুটা হলেও অনুভব করতে পারবে। আর বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তাচ্ছিল্যের হাসি হেসে মওকা মওকা, মওকা ফের আয়ে গা… বলে ভারতের ক্রিকেট ভক্তদের সান্তনা দিতে পারবে।
বাংলাদেশ খুশি হবে অনৈতিক শক্তির বিদায়ে, স্বাদ পাবে অন্যরকম প্রতিশোধের। তাই ভারতকে আবারও বলতে হয়, মওকা ফের আয়ে গা…
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন