"ইসরায়েলী সাইবার স্পেসে এই পর্যন্ত যতো হামলা হয়েছে,তার মধ্যে ইতিহাসের

লিখেছেন লিখেছেন বলদের রাজা ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:১১:১০ রাত

"ইসরায়েলী সাইবার স্পেসে এই পর্যন্ত যতো হামলা হয়েছে,তার মধ্যে ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর হামলা পরিচালিত হয়েছে আজ। শুধুমাত্র ইসরায়েলী ওয়েবসাইটই নয়,ফেসবুক ফ্যান পেজ,ইসরায়েলী ফেসবুক আইডি পর্যন্ত বাদ পড়েনি। আই.ডি.এফ, তেল-আবিব ফিন্যান্স,গভর্নমেন্ট অফ ইসরায়েল ছাড়াও ২৫ টি গুরুত্বপূর্ণ ফেসবুক ফ্যান পেজ এবং আইডি হ্যাক এবং ডিলিট করা হয়েছে। একই সাথে Anonymous-এর মত ভয়ঙ্কর হ্যাকিং গ্রুপও হামলা চালিয়েছে এবং ৫,৮৩,০০০ ইমেইল আইডি হ্যাক করে ডাম্প করেছে।

আমরা বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস এই ঐতিহাসিক মিশনে অংশগ্রহন করতে পেরে গর্বিত।

প্রতিরোধে আমরা, প্রতিশোধে আমরা

বাংলাদেশের হলুদ সাংবাদিকরা সাবদান,

বাংলাদেশ মুসলিম সাইবার আরমি

বিষয়: আন্তর্জাতিক

১৫০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File