আজকের বাংলার আকাশটা দেখেছেন, কেমন গুমোট!! ভূমিকম্প কি অত্যাসন্ন? এদেরকে চিনে রাখুন! দুনিয়া আখিরাতে কাজে লাগবে!!

লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ১২ ডিসেম্বর, ২০১৩, ০৪:৩৪:২০ বিকাল



মাননীয় প্রধানমন্ত্রী আপনি কাদের মোল্লার রক্তই শুধু গ্রহণ করুন। আর অন্যান্যদেরকে মিথ্যা মামলা থেকে মুক্তি দিন, তাদরে রক্ত আর খাবেন না। আর সারা দেশে যে শত শত মানুষের যত লাশ খাচ্ছেন সেগুলিতেই সন্তুষ্টি থাকুন। আল্লাহ শেখ হাসিনাকে সম্মতি ফিরিয়ে দিক। ভারতীয় বেড়াজাল, নাস্তিক-মুরতাদ বেড়াজাল থেকে বের হেয়ে আসার তৌফিক মহান আল্লাহ তাকে দান করুন। এই নাস্তিকদের চিনে রাখুন! দুনিয়া আখিরাতে কাজে লাগবে!! আব্দুল কাদের মোল্লা আমার রক্তের সম্পর্কের কেউ নন. আমি তার আইনজীবী মাত্র . পেশাগত কারণে একজন আইনজীবীর আবেগাক্রান্ত হওয়া উচিত নয়. কিন্তু কেন জানি বর্ণনাহীন আবেগ আমাকে আপ্লুত করছে . মানুষের ন্যুনতম মৌলিক অধিকার , যেটা আমাদের সংবিধানে স্বীকৃত তার কোনো সুযোগ তাকে দেয়া হয়নি .কারণ তিনি নাকি " যুদ্ধাপরাধী". আজকের বিচারে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মহা বিচারের দিনে তিনি নির্দোষ প্রমানিত হবেন এ সাক্ষ্য আমি নির্ভয়ে দিতে পারি. আমাদের অযোগ্যতা ও সীমাবদ্ধতা ছিল অনেক কিন্তু আল্লাহকে হাজির নাজির জেনে বলতে পারি আমরা আমাদের সাধ্যের সব কিছুই করার চেষ্টা করেছি. বিশ্ববাসী সবকিছু দেখেছে ও জেনেছে. এই বিচার ও রায় নিয়ে প্রশ্ন উঠবে হয়ত আগামী শতাব্দীকাল , প্রজন্মের পর প্রজন্ম ধরে .আমাদের ক্ষমা করবেন মোল্লা ভাই, আমরা আপনাকে রক্ষা করতে পারলাম না, কিন্তু সাহসিকতা ও দৃঢ়তার প্রতিক হিসেবে অনির্বান ধ্রুব তারা হয়ে আপনি বেঁচে থাকবেন এদেশের মুক্তিকামি কোটি মানুষের হৃদয়ে .....এ্যাড তাজুল! আমার প্রিয় বন্ধু!!

বিষয়: বিবিধ

১৭১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File