দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব চরম সংকটাপন্ন : খালেদা জিয়া
লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ১২ ডিসেম্বর, ২০১৩, ০১:৪১:২৫ দুপুর
বর্তমানে আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব চরম সংকটাপন্ন। দেশে আধিপত্যবাদের ক্ষুধার্ত শকুন ডানা বিস্তার করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার সকালে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে একক বাণীতে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, জাতীয় স্বাধীনতার প্রথম তুর্যবাদক মাওলানা ভাসানীর উদ্যম ও সাহসিকতাকে আঁকড়ে ধরে রাখতে পারলেই যেকোন দেশের আগ্রাসী ভূমিকাকে আমরা রুখতে সক্ষম হবো। তার প্রদর্শিত পথ ধরে চলতে পারলেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে কোন বাধাই কঠিন হবে না।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন বেগম জিয়া।
বিরোধী দলের নেতা বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশের পুনর্গঠন, শাসক দলের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা এবং দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক জননেতা মরহুম মাওলানা ভাসানীর অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
তিনি বলেন, রাজনৈতিক জীবনে তিনি শোষিতের পক্ষ নিয়ে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন। তিনি নিপীড়িত নির্যাতিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সব সময় থেকেছেন আপোষহীন নেতৃত্বের ভূমিকায়।
খালেদা জিয়া বলেন, দেশ ও জনগণের জন্য নিবেদিতপ্রাণ ভাসানীর বলিষ্ঠ ও সাহসী ভূমিকা আমাদেরকে চিরদিন একটি শক্তিশালী এবং আত্মনিভর্রশীল দেশ ও সমাজ বিনির্মাণে প্রেরণা ও উৎসাহ জোগাবে।
http://www.newsevent24.com/2013/12/12/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ad%e0%a7%8c%e0%a6%ae/
বিষয়: বিবিধ
১২০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন