ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন! মানুষ এই দোয়া পড়ার জন্য ব্যকুল হয়ে আছে।
লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ১০ ডিসেম্বর, ২০১৩, ১০:১৮:৪৬ রাত
ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন! সরকার পতনের সাথে সাথে দেশের মানুষ এই দোয়া পড়ার জন্য ব্যকুল হয়ে আছে। আর সেই কবে কাফন কিনে রেখেছে, দাফন করার জন্য! সরকারের কি কখনও চৈতন্য হবে না?
সময়ের এক ফোড় আর অসময়ে দশ ফোড়
১০০ পেয়াজও খেতে হবে ১০০ জুতার বাড়িও খেতে হবে।
তাই সরকারকে বলব মানুষের নূন্যতম বাঁচার অধিকারটুকু দিতে হবে।
সারা দেশে চলছে খুন গুমের নিরব দুর্ভিক্ষ।
সুশাসন কায়েম করতে সরকার পরিপূর্ন ব্যর্থ হয়েছে।
সারা দেশটা বর্তমানে নরকে পরিণত হয়েছে।
সারা দেশের মানুষ আজ জুলুমের বিভীষিকা থেকে বাঁচতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আন্দোলন করছে।
হে আল্লাহ তুমি রহমান, তুমি রহীম কিন্তু আওয়ামীলীগের অত্যাচারের কাছেও কি তুমি একই আচরণ করবে?
বিষয়: বিবিধ
১৩৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন