কাদের মোল্লার ফাঁসি আজ রাতেই কি কার্যকর হবে?
লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ০৮ ডিসেম্বর, ২০১৩, ০৭:৪৯:৩৭ সন্ধ্যা
আমার যেন খুব ভয় করছে। মৃত্য পরোয়ানা জারি। আজরাইল সন্নিকটে। কি হবে জানি না। সরকার চাচ্ছে দ্রুত ফাঁসি। একটা মামলা সুন্দর ভাবে উপস্থাপন হলো। বিচার হলো। তার প্রাপ্য ছিল যাবজ্জীবন কিন্তু জাগরণ মঞ্চের নির্মম পরিহাসে আজ সেটা ফাঁসি পর্যন্ত পৌছেছে।
নিশ্চিত মৃত্যু থেকে কেহ বাঁচাতে পারবে কি? না। তবে একজনই আছেন তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন।
তার সারাদিন কাটে মহান রবের প্রশংসা করে। তিনি নাকি ছাত্র ইউনিয়ন করতেন। আজ তিনি জামায়াত করার কারণেই ঝুলন্ত নগরীর বাসিন্দা। জান্নাত তার প্রাপ্য।
তিনি এত অন্যায় করে পার পেলেন কি করে? তার নামে কোন মামলা পূর্বে ছিল না। অথচ আজ তিনি মৃত্যুপথ যাত্রী। দোয়া করি মহান রব তাকে সর্বোচ্চ সম্মান দান করুন।
তিনি সমাজতন্ত্র থেকে ইসলামী তন্ত্রে এসে আজ সরকারের রোষানলের শিকার। হে রব তাকে ক্ষমা করে দিও।
বিষয়: বিবিধ
১৩১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন