বিএনপির অফিসটাকে পাকিস্তানীকরণ থেকে মুক্ত করলো পুলিশ! খালেদা জিয়া, তারেক জিয়া ও ফকরুলের চেয়ার ভেঙেছে বাংলাদেশী পুলিশ!!!
লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ০১ ডিসেম্বর, ২০১৩, ০৫:১২:৩২ বিকাল
বৃহৎ একটা পার্টির একজন কেন্দ্রীয় নেতাকে এভাবে গুমের উদ্দেশ্য বের করা মারাত্নক অন্যায়!
বিএনপির পাকিস্তান বানানোর স্বপ্ন শেষ। জিয়াউর রহমান সাহবে একটি সেক্টরের কমন্ডার হয়েও তিনি নাকি পাকিস্তানী ছিলেন! এভাবে সরকারী দল মন্তব্য করেন। কাদের সিদ্দীকি নাকি বঙ্গরাজাকার। ড. কামালের জামাতা নাকি ইহুদী, তিনি যদি বিশিষ্ট ব্যক্তি হন তাহলে বাকিরা অবশিষ্ট।এসব সরকারী প্রেসের কথা। বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার চেয়ার ভেঙেছে বাংলাদেশী পুলিশ! সহ-সভাপতি তারেক জিয়ার চেয়ার ভেঙেছে বাংলাদেশী পুলিশ! ভারপ্রাপ্ত সেক্রটারী ফকরুলের চেয়ার ভেঙেছে বাংলাদেশী পুলিশ! তার মানে এগুলো ছিল পাকিস্তান বানানো চেয়ার। বাংলাদেশের সব চেয়ে বড় রাজনৈতিক দলের কেন্দ্রীয় অফিসে ঢুকে এভাবে চেয়ার ভাঙা, অফিস তছনছ করা, ডকুমেন্ট চুরি করা মারাত্নক অন্যায়। মানুষের প্রতি, দেশের প্রতি, বিরোধী দমনে এমন অন্যায়কারী সরকার বেশিদিন টিকবে না। তারা অচিরেই ভেনিস হয়ে যাবে। বিরোধী দল দেখলেই আওয়ামীলীগ বলে এরা পাকিস্তানী। আসলে কি তাই? গণতান্ত্রিক দেশে বিরোধী দল তো থাকবেই। তাই বলে তিনি পাকিস্তানী বা সৌদি হয়ে যাবেন? আমাদের দেশে তো অনেকেই মস্কোপন্থী, চীনপন্থী নাস্তিক রয়েছে। তাহলে তারা কি সেই দেশটা বানাতে চায়? হয়তো তাদের আদর্শ চাইতে পারে। আমাদের দেশে বিভিন্ন পন্থী বানিয়ে দেশটাকে দু’টুকরা করে ফেলেছে এই হায়েনা সরকার! এদেশের শতরা ৯০ ভাগ মানুষ তাদের চায় না। এত অন্যায় মহান আল্লাহ সহ্য করবেন না।
বিষয়: বিবিধ
১১১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন