আওয়ামী পেটুয়া বাহিনী ও লীগের হায়েনাদের আক্রমণে আর কত গায়েবানা জানাযা?

লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ২৮ নভেম্বর, ২০১৩, ১০:১২:৩১ সকাল



আপনি তো সর্বশেষ আলোচনার জন্য দুই মহাসচিবকে নির্দেশ দিলেন তবে কোন ভয়ে সেটা বাতিল করলেন।

মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো ব্রুট মেজারিটি নিয়ে ক্ষমতায় আছেন, জনগণের জন্য অনেক কাজ করেছেন, দেশের মানুষ আপনাকে ভালোবাসে, বিএনপিকে ভোট দিবে না বলে তারা নির্বাচন করছে না ইত্যাদি অনেক মন্তব্য আপনি প্রতিনিয়ত করে যাচ্ছেন। তবে কেনো তত্বাবধায়ক দিতে আপনার অসুবিধা? কেনো ক্ষমতা ছাড়তে আপনার ভয়? সংবিধানতো মানুষের রচিত বিধান জনগণের কল্যাণের জন্য বিধান। তাহলে সেই জনগণই বলছে আমরা সেই আলোকে নির্বাচন চাই না। আপনার অধীনে নির্বাচন চাই না। তত্বাবধায়কের অধীনে নির্বাচন চাই। কেন এত ভয় পাচ্ছেন? কেন বিরোধী আন্দোলনে গুলি করে মানুষ হত্যা করছেন? প্রতিটি হত্যার ঋণ আপনাকে পরিশোধ করতে হবে! দেশের মানুষের কাছে চরম মূল্য দিতে হবে! তাই অনুরোধ করবো আর গুলি চালাবেন না। আন্দোলন চলবে, গুলি চলবে, তাতো হতে পারে না। এটা তো ‘৫২ না ’৬৯ না বা ’৭১ না তাহলে কেনো গুলি চলবে? রাষ্ট্রীয় অর্থে কেনা গুলি কোন নাগরিকের বুক যেন ঝাঝরা না হয়! আর কোন গায়েবানা জানাযা আমরা পড়তে চাই না।

বিষয়: রাজনীতি

১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File