নির্বাচনী মেনিফেস্টো: আওয়ামীলীগ চুপ কেনো!
লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ২৭ নভেম্বর, ২০১৩, ১১:২২:৫৬ রাত
সারি সারি লাশ উপহার দিয়ে এদেশকে সিকিম বানানোর পায়তারা করা যাবে না।
এবারের মেনিফেস্টোতে দেশকে একজন লেন্দুপ দর্জি বানানো দাদাবাবুদের প্রধান কাজ হবে। বিভিন্ন দাবীতে মানুষ আজ একাকার। তার মধ্যে নির্বাচনী মেনিফেস্টো দিতে সরকার ভয় পাচ্ছে। কেননা লেন্দুপ দর্জি মাননীয় প্রধানমন্ত্রী ভালো করেই জানেন সিটি নির্বাচনে হেরে তিনি কতটা নাহজহাল। ঢাকা সিটি নির্বাচন কোর্টের আদেশে বন্ধ রেখে তিনি হীনমনতার পরিচয় দিয়েছেন।
‘গোটা পাকিস্থান আমলে পুলিশের গুলিতে যত মানুষ নিহত হয়নি স্বাধীন বাংলাদেশে ১ দিনে তার চেয়ে অনেক বেশি লোক নিহত হয়েছেন’ : ড. পিয়াস করিম
‘গোটা পাকিস্থান আমলে পুলিশের গুলিতে যত মানুষ নিহত হয়নি স্বাধীন বাংলাদেশে ১ দিনে তার চেয়ে অনেক বেশি লোক নিহত হয়েছেন’- আজ বুধবার বাংলাভিশনের লাইভ টকশো ফ্রন্ট লাইনে ড. পিয়াস করিম একথা বলেন। তিনি বলেন, জনগণ যখন আইনের শাসন থেকে বঞ্চিত হয় এবং নানাভাবে জুলুমের শিকার হন তখন প্রতিবাদী হয়ে ওঠেন।
ড. পিয়াস করিম আরো বলেন, ‘বড় দুই দলের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতা হলে তা হবে সংকট উত্তরণের পথে সবচেয়ে ভালো সমধান। যদিও তার সম্ভাবনা খুবই ক্ষীণ। আর তানাহলে দ্বিতীয় যা হতে পারে, তা হলো একতরফা নির্বাচন করতে সক্ষম হলে আওয়ামী লীগের ক্ষমতায় আসবে। অথবা বিএনপি আন্দোলন কিংবা গণবিপ্লবের মাধ্যমে সরকারকে বিদায় করে নির্দলীয় সরকারের দাবী আদায় করে নির্বাচনে জয়ী হয়ে আসতে পারে। আর সেটিও না হলে আমরা চাই বা না চাই সামরিক হস্তক্ষেপ অনিবার্য হয়ে উঠবে। কারন কোন কিছু শুণ্য থাকেনা, যেভাবেই হোকনা কেন তা পূরণ হয়।’
বিষয়: রাজনীতি
১৩১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন