পদত্যাগ যদি নাই করবেন তাহলে কেনো প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে তার নিকেট পদত্যাগ পত্র জমা দিলেন?

লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ১৪ নভেম্বর, ২০১৩, ১০:০৫:১০ সকাল

হে মহামান্য মন্ত্রীদ্বয় আপনারা জাতির সাথে এমন প্রতারণা করবেন তাহলে তারিখবিহীন কাগজ কেনো জমা দিলেন? আপনাদেরকে কেহ তো বাধ্য করেননি। আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করলেন। জাতি তো ভেবেছিল দেশটা এবার ভালোর দিকে যাচ্ছে। আপনাদের এই নাটকে জাতি হতবাক। বিরোধীদলের নেতাদের কারাবরণে দিকে ঠেলে দিয়ে আপনার বেশ মজা করে দেশ পরিচালনা করছেন। কোন বিরুপ পতিক্রিয়া নাই। এ ভাবে দেশ চালালে দেশের বারোটা বেজে যাবে বলে বিশেষজ্ঞদের ধারণা। এই দিকে জয় বাবাজী বলে বেড়াচ্ছে বিএনপি নাকি সন্ত্রাসী দল। তাতো ভালোই মায়ের মতো বুলি আওড়াতে শিখেছে। তোতা পাখি আর কি? এদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কেহ থাকলে সহ্য করতে পারে না। আপনারা সরকারে বা বিরোধী যেখানেই থাকেন না কেনো দেশের শান্তি দেন না। যেটা বড়ই কষ্টদায়ক। একটু সহানুভূতিশীল হতে শিখুন। দেশরে মানুষ জালিমদের কবল থেকে মুক্তি চায়।

বিষয়: বিবিধ

১৬২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File