সেনা শাসন নয় দেশে পুলিশি শাসন চলছে! অসহায় মানুষের আর্তনাদ ফেরাউনের যুগকেও হার মানিয়েছে!

লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ১০ নভেম্বর, ২০১৩, ০৭:০৭:১১ সকাল

মানুষের নূন্যতম বাঁচার অধিকার নেই। বিরোধী দল মানেই দেশের শত্রু। ওদের যেন এদেশে থাকার অধিকার নেই। পুলিশ যেভাবে মানুষকে পেটাচ্ছে তা পশুকেও হার মানায়। সভা সমাবেশ মিছিল মিটিং একটা গণতান্ত্রিক দেশের অলংকার। সেটিকে ক্ষুন্ন করা হচ্ছে। অন্য দিকে পুলিশের আবরণে সরকারি দলের ক্যাডার বাহিনী হরহামেশা দেখা যাচ্ছে। তারা সুসজ্জিত হয়ে মহাআক্রোশে ফেটে পড়ছে।

তাহলে মানুষের শান্তি যেন কুক্ষিগত তাদের হাতে। ওরা বিরোধী দলে থাকলে সরকারকে কাজ করেত দেয় না আবার সরকারী দলে থাকলেও বিরোধীদের শান্তিতে থাকতে দেয় না। এ যেন একটা বাপের মুল্লুক।

মানুষের গণতন্ত্রের ভাষাকেও রোধ করা হচ্ছে। কথা বলতে দেওয়া হচ্ছে না । একটাই কাজ যেন সরকার কে পেয়ে বসেছে আর তা হলো ঐ দ্বীনের দ্বায়ীগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা। এদেশে রাজনীতি করার জন্য তাদরেকে ইস্যু বানিয়ে রাখা। একটাই এজন্ডা হলো ফাঁসি দাও, ফাঁসিতে কপচিয়ে দাও। অথচ দেশ হাজারো সমস্যায় জর্জরিত। ১৭৩ দিনের হরতালে মানুষকে কম পুড়িয়ে মারা হয়নি। তখনকার দিনে কাঁধে কাঁধ রেখে হাসিনা বাহিনীর সাথে আন্দোলন করেছি। হরতাল অবরোধ করেছি। কিন্তু আজ সেই ১৭৩ দিন যেন ভুলে গেছে।

স্বাধীনতার ৪২ বছর পরেও যেন আমরা একটা নির্বাচনের ডিজিটাল পদ্ধতি আবিষ্কার করতে পারলাম না। পৃথিবীর দেশগুলো যেখানে মিলে মিশে এগিয়ে যাচ্ছে। সেখানে আমরা গুটিকয়েক মানুষের সুখের জন্য পুলিশ দিয়ে বৃহত্তর আন্দোলনকে রুখে দিচ্ছি। মানুষের নরম দেহকে পিটিয়ে পিচঢালা কালো পথ রাঙিয়ে দিচ্ছি। ক্ষমতা চিরদিনের জন্য নয় ১৬০৮ সালে ঢাকা জন্ম। এখানে বহু রাজা বাদশা শাসন করেছে, বৃটিশরা শাসন করছে, ভারতীয় উপমহাদেশ মোগলরা শাসন করেছে, পীর মাশায়েখরা এদেশ শাসন করছে। সবাই গত হয়েছে। কেহ স্বেচ্ছায় আর কেহ এরশাদের মতো।

এরশাদ সরকার ট্রাক চাপা দিয়ে মানুষকে মেরেছিল, রাজপথে পাখির মতো গুলি চালিয়ে মানুষকে মেরেছিল। কোথায় আজ সেই প্রভাব, প্রতিপত্তি, কোথায় সেই হুংকার। সবটাই ধূলোয় মিশে গেছে। আঞ্চলিক দলে পরিণত হয়েছে। বর্তমান সরকার যা করছে তাতে আন্দোলন বরং তীব্র থেকে তীব্রতর হবে। মানুষ দাবি আদায় করেই ছাড়বে। পুলিশ দিয়ে এদেশ চালানো সম্ভব নয়। জনগণের সমর্থনটাই আসল। দেশের জনগণের পালস বোঝার চেষ্টা করতে হবে। এটি বুঝতে অক্ষম হলে একদিন দেশের মানুষই পুলিশের নিকট থেকে রাষ্ট্র ছিনিয়ে নিয়ে নব্য বাকশালকে কবর রচনা করে গণতন্ত্রকে ফিরিয়ে আনবে।

বিষয়: বিবিধ

১০৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File