>- প্রদীপ বাবুদের থামান! সকালে নারায়নগঞ্জে পাঁচজন শিবিরকর্মী গুলিবিদ্ধ! দুইজনের অবস্থা আশঙ্কাজনক! বিজিবিকে অনুরোধ করবো বিএসএফের জন্য নির্ধারিতগুলি শিবিরের উপর প্রয়োগ করবেন না!! >-
লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:০৭:৪৪ সকাল
জুতা পায়ে মসজিদে প্রবেশ মহান আল্লাহ এবং তার রাসূলের সরাসরি অবমাননার শামিল!
সরকারকে অনুরোধ করবো এসব অবমাননা থামান! মিথ্যা ট্রায়াল বন্ধ করুন!! জনগণের ভাষা বুঝুন! এই যাদের উপর অত্যাচার করছেন তাদের অনেকে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার নাতি রয়েছে। যে যোদ্ধারা ১৯৭১ সালে আপনার পিতার ঘোষণায় যুদ্ধ করেছিল যদিও তিনি অনুপস্থিত ছিলেন! তারা, তাদের সন্তানরা আজো বিভিন্ন অত্যাচার, অবিচার, অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে সম্ভবত প্রস্তুত রয়েছে!! তাই অত্যাচার নয়, আসুন সকলে মিলে গালিগালাজ না করে, প্রতিহিংসা না করে সম্মিলিতভাবে দেশটাকে ফুলে ফুলে সাজিয়ে তুলি! ভিশন ২০২১ বাস্তবায়ন করি!!
বাবু আপনারা আইনের শাসনে বদ্ধপরিকর হোন! গুলি করবেন না! ওরা এদশেরই সন্তান!
তারা গতকালও ছিল বাবা মায়ের জীবন্ত সন্তান কিন্তু কি হলো! আজ তারা শহীদ! তারা মহান আল্লাহর মেহমান!
দেশে এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি করবেন না! আপনারা জনগণের বন্ধু! শিবিরেও বন্ধু! আপনারা বাঁধা দিবেন না! শিবির অঅপনাদের রজনীগন্দার স্টিক দিবে! কিন্তু অন্যায়ভাবে বাঁধা দিলে তারা তো কষ্ট পাবে!
বিষয়: বিবিধ
১২৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন