ধূমপান তো যৌবন থাকা অবস্থায়ই জীবনশেষ করে দেয়।বৃদ্ধ হওয়ার সময়ই তো নেই। তাই অটুট যৌবন।
লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ৩১ মে, ২০১৩, ১০:১৭:০৩ রাত
সিগারেট খাওয়ার উপকারিতা
ණ ১)চোর বাড়িতে আসবে না।
ණ ২)কুকুরে কামড়াবে না ।
ණ ৩)অটুট যৌবন।
ব্যাখ্যা -
ණ ১)চোর বাড়িতে আসবে না।কারণ সিগারেট খেতে খেতে ফুসফুসের এমন
বারোটা বাজে যে, সারা রাতই
ধূমপায়ীকে কাশতে হয়। এই
কাশির
... শব্দ শুনে চোর ভাবে যে বাড়ির লোকঘুমায় নি।তাই চোর
বাড়িতে আসবে না। ණ ২)
কুকুরে কামড়াবে না।
কারণকাশতে কাশতে এমন
অবস্থা হয়
যে ধূমপায়ী সামনের দিকে ঝুঁকে পড়ে।তখন লাঠিতে ভর
করে হাঁটতে হয়।হাতে সবসময়
লাঠি থাকে বলে কুকুর
কাছে আসে না।
ණ ৩)ধূমপান তো যৌবন
থাকা অবস্থায়ই জীবনশেষ করে দেয়।বৃদ্ধ হওয়ার সময়ই
তো নেই। তাই অটুট যৌবন।
এখানে কিন্তু
নেশা করতে উত্সাহিত করা হয়
নি।
এক সার্ভেতে দেখা গেছে যে, ණ পৃথিবীর সমস্ত
ধূমপায়ীরা যদি একদিন ধূমপান
না করে তবে যে টাকা বাঁচে,
তা দিয়ে পৃথিবীর সব মানুষকে এক
বছর পেট ভরে, বিনা পয়সায়
খাওয়ানো যাবে। ණ পৃথিবীর সমস্ত
মদ্যপায়ীরা যদি একদিনমদ্যপান
না করে তবে যে টাকাবাঁচে,
তা দিয়ে পৃথিবীর সব
মানুষকে বারো বছর পেট ভরে,
বিনা পয়সায় খাওয়ানো যাবে। * পৃথিবীর সমস্ত
ধূমপায়ীরাযদি একদিন ধূমপান
না করে তাহলে ঐ দিন পরিবেশ
দূষণের হার ৪% কমে যায়।
It is collected from face book.
বিষয়: বিবিধ
১৭৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন