সব জয় বিজয় নয়

লিখেছেন লিখেছেন আবুলকালাম ১৫ এপ্রিল, ২০১৩, ০২:০৩:০৩ দুপুর

রাস্তায় বিক্ষোভ প্রদর্শন (স্ট্রীট ডেমন্স্ট্রেশন) উল্লেখযোগ্য, কারণ জনতার বড়ো বড়ো ঝাঁক স্ট্রীট ডেমন্স্ট্রেশন দ্বারা তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে আন্দোলনে এসে পড়ে।...স্ট্রীট ডেমন্স্ট্রেশন থেকে স্ট্রীট অ্যাজিটেশন উদ্ভুত হয়- পথে পথে ওরকম প্রচার-আলোড়নের প্রভাব সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া সংকুচিত-হয়ে-থাকা মানুষগুলোও এড়াতে পারেনা। রাস্তায় একটা বিক্ষোভ প্রদর্শন হচ্ছে, সেই সময় একজন লোক শুধু রাস্তায় গিয়ে দাঁড়ালেই সাহসী বিক্ষোভকারীদের দেখতে পায়, তারা কেন লড়ছে তা বুঝতে পারে, তারা যে মুক্তকন্ঠে সবাইকে আন্দোলনে যোগ দিতে ডাকে তা শুনতে পায়।.. এজন্যই সরকার রাস্তায় বিক্ষোভ প্রদর্শনকে অন্য সবকিছুর চেয়ে বেশি ভয় পায়। সেই জন্যই সরকার শাসায় যে, শুধু বিক্ষোভকারীদের নয়; কৌতুহলী দর্শকদের-ও দারুন শাস্তি দেওয়া হবে। আজকে জনসাধারনের এই যে ‘কৌতুহল’ , এর মধ্যেই লুকিয়ে আছে সামনের দিনে সরকারের সবচেয়ে বড় বিপদ। আজকের কৌতুহলী দর্শক আগামীকাল বিক্ষোভ প্রদর্শনকারী হয়ে উঠবে, এবং তার চারপাশে আরো অনেক কৌতুহলী দর্শক কে টেনে আনবে। এখনই প্রত্যেকটি বড় বড় শহরে এমন কৌতুহলী দর্শকদের সংখ্যা হাজার হাজার হয়ে উঠছে। রাশিয়ার মানুষ আগে যেমন কোথাও গোলযোগের খবর শুনলে ছুটে পালিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করত [তারা বলতো, আমি বাবা সরে পড়ি, না হলে গোলমালে জড়িয়ে পড়ব।], আজ আর সেভাবে সরে পড়েনা। আজ তারা গোলমালের ঘটনাস্থলে গিয়ে জড়ো হয়, তারা তাদের কৌতুহল দেখায়; কি জন্য গোলমাল, কেন গোলমাল, কেন এতগুলো মানুষ কসাক-বাহিনীর (জারশাহী শাসকের) চাবুকের মুখে নিজেদের পিঠ পেতে দিচ্ছে- এসব জানতে তাদের আগ্রহ আজ প্রবল। রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে যে ক্ষতি স্বীকার আমরা করছি, তার জন্য শতগুন ক্ষতিপূরন আমরা পাব। এ সংগ্রামে আমাদের যে যোদ্ধা প্রাণ দিচ্ছে, আমাদের মধ্য থেকে যে যোদ্ধাকে ছিনিয়ে নিয়ে বন্দী করা হচ্ছে, তারা প্রত্যেকে শত শত নতুন নতুন যোদ্ধাকে জাগিয়ে তুলছে। আজ এই রাস্তার লড়াইয়ে আমরা বার বার পরাজিত হব, সরকার বার বার জিতবে; কিন্তু সরকারের সেই বিজয়ই তার ধ্বংস ঘটাবে।

[টাইটেল ছাড়া বাকী অংশ ১৯০১ সালে নবেম্বর- ডিসেম্বর মাসে সোসাল ডেমোক্রেটিক পার্টির মুখপাত্রে জর্জিয়ান ভাষায় প্রকাশিত জোসেফ ইয়োভেচ ভিসারিয়নভিচ জুগাসভিলি (স্টালিন) এর লেখা থেকে---- রুশ বিপ্লবের প্রস্তুতি ১ম পর্ব, জ্যোতি ভট্টাচার্য, পৃষ্টা-১৫০ ]

বিষয়: বিবিধ

১২১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File