নিরব হৃদয়

লিখেছেন লিখেছেন রায়ান ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:২৫:০৮ রাত

গল্প যখন এইখানে শেষ

আর কি বলার আছে।

তাইতো এখন নিরব এ মন

নিশ্চুপে মন নাচে।

যে যাই বলার বলতে থাকুক

যার যে অভিপ্রায়।

ব্যক্ত করুক নাইবা মরুক

ইঙ্গিতে ইশারায়।

আমি লোকটি কি বলিব

বলিবার কিছু নাই,

কেহ না আমায় গ্রাহ করিল

মূক রয়েছি তাই।

তারাই সবি জ্ঞানী কবি

শাসক বিচারপতি,

শাসন করে আসন নিয়ে

তাইতো এ দুর্গতি।

অবশেষে আমার এ মন

ভাবছে গভীর করে,

বলছে শুধু পরিতাপে

দুঃখে হৃদয় মরে।

সত্যি আজি এ ভবমাঝে

তাদের কদর নাই,

সত্যি যারা জ্ঞানী গুনি

তাদের আসন নাই।

বিষয়: সাহিত্য

১০৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File