বদলাবে কী?
লিখেছেন লিখেছেন গালিব মাহমুদ শিশির ০২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:১৯:১৭ রাত
ট্রেনে করে বাসায় ফিরছি। জয়কালী মন্দির গিয়েছিলাম ছোটখাটো একটা কাজে। তো সেখান থেকে কমলাপুর রেলষ্টেশনে ট্রেনের ২য় শ্রেণীর কামরায় বসে ছিলাম। ট্রেন প্রায় ছাড়বে।
এক ভদ্রলোক সিগারেট খাওয়া শেষ করে জলন্ত সিগারেটের টুকরাটি প্লাটফর্মের দিকে ছুড়ে মারলেন। টুকরাটি যেখানে পড়ল তারই কাছে চট দিয়ে মোড়া দু'তিন সারি ঝুড়ি সাজানো ছিল। একটুর জন্য ঝুড়িগুলির উপরে পরেনি টুকরাটি। ঝুড়িগুলির উপরে জলন্ত সিগারেটটি পড়লে আর রক্ষা ছিল না। দারুণ অগ্নিকান্ড হয়ে যেত।
অগ্নিকান্ডকে আমরা সাধারণত দুষ্টু লোকের অপকর্ম বলে আখ্যায়িত করি; কিন্তু অনেক সময় এসব দুর্ঘটনা আমাদের অপরিচ্ছন্ন, নোংরা স্বভাবের জন্য ঘটে থাকে।
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অগ্নিকান্ডগুলোর নেপথ্য কারণ এটাই বলে আমি মনে করি।
আমাদের স্বভাব-চরিত্রটা চেন্জ করা খুবই জরুরী পড়েছে …আর তা দ্রুত করা উচিত।
নয়তো আরো কত দুর্ঘটনার খবর যে শ্রবণ করা লাগবে…আল্লাহ মালুম।
হয়তো, সেসবে যে আমরাও ক্ষতিগ্রস্থ্য হব না তারই বা গ্যারান্টি কি?
বিষয়: বিবিধ
১১৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন