টুপি খুলুন, কোর্টকে সম্মান করুন। এটা সর্বোচ্চ আদালত।

লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ২৯ মার্চ, ২০১৩, ০৬:২৪:৫০ সকাল



বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী: টুপি খুলুন, কোর্টকে সম্মান করুন। এটা সর্বোচ্চ আদালত।

বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী, ল্যাবএইড হাসপাতালের চিকিত্সক ডা. মাজেদুল ইসলাম ধর্মীয় টুপি পরে শুনানির সময় বক্তব্য দিতে আদালতের সামনে দাঁড়ালে, বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী আরো বলেন, ব্রিট্রিসরা টুপি বা হ্যাট ব্যবহার করে ফ্যাশন হিসেবে তাই তাঁরা টুপি বা হ্যাট খুলে সন্মান দেখায়।

এই সেই বিচারপতি যার বিরুদ্ধে আছে অনেক লিখিত ও অলিখিত অভিযোগ ।

জাতীয় সংসদ থেকে ও তাঁর অপসারনের কথা বলা হয়ে ছিলো ।

প্রয়াত রাষ্টপতি মো: জিল্লুল রহমান, আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের লিখিত আভিযোগ গ্রহন করেছিলেন, যা এখন ও বিচারাধীন আছে ।

আজকে খবরে প্রকাশ :

হাইকোর্ট বিভাগের চার জন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেয়া হয়েছে। ইতিমধ্যে এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপিল বিভাগে নিযুক্ত বিচারপতিরা হলেন- বিচারপতি আনোয়ার উল হক, ছিদ্দিকুর রহমান মিয়া, হাসান ফয়েজ সিদ্দিকী ও এএইচএম শামসুদ্দীন চৌধুরী। আগামী রোববার তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এরপরই তাদের শপথ অনুষ্ঠিত হবে।

খবর সূত্র ।

বিষয়: রাজনীতি

১২৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File