কোন দুঃস্বপ্ন নয়, ঘঠে যাওয়া ঘঠনার দৃশ্যই দেখেছি মাত্র ।
লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ০২ মার্চ, ২০১৩, ১১:৫০:২৭ সকাল
দুঃস্বপ্ন দেখে ঘুমটা ভাঙ্গল । ঘুমের মধ্যে দেখছিলাম, কয়েক জন পুলিশ একজন লোকের হাত পা ভাঙ্গছিল, যখন দেখলাম পুলিশ লোকটার মাথা ধরে মুচর মারে ঘাড়টা ভঙ্গে দেয়, এর দৃশ্যটা দেখার সংগে সংগে ঘুমটা ভঙ্গে গেল ।
এই দৃশ্যটা যদি ওই পুলিশরা দেখত, তাহলে তারাও ভয় পেত ।
ঘুম ভাঙ্গার পর চিন্তা করলাম কি দেখলাম, ততক্ষনে মনে পড়ে গেল, গত কাল যে অনেক বরবর হত্যা, নির্যাতনের দৃশ্য দেখেছিলাম তারই একটা অংশ বিশেষ ।
এইটা কোন দুঃস্বপ্ন নয়, ঘঠে যাওয়া ঘঠনার দৃশ্যই দেখেছি মাত্র ।
এই বরবর হত্যা নির্যাতনের দৃশ্য দেখে যারা আজ হাসছেন- মজা পাচ্ছেন, তাহাদের অবস্হা যখন এই মত হবে তখন আমরা হাসবো না, তখন আমরা হত্যা নির্যাতনের বিচার দাবী করবো ।
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন