কৌশল - হিকমত ।
লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:২২:১৮ সকাল
দেও বন্দ মাদরাসার বড় হুজুর কে গ্রেপ্তার করতে এলো বৃটিশ পুলিশ । বড় হুজুর বুঝতে পারলেন পুলিশ তাঁর অফিস রুমের দিকে আসছে । উনি চেয়ার থেকে উঠে দু-এক হাত দুরে দাড়াইয়া রইলেন ।
বৃটিশ পুলিশ বড় হুজুরের অফিস রুমে ডুকে বড় হুজুরের নাম ধরে জিঞ্জাস করলো উনি কোথায় ।
বড় হুজুর চেয়ারের দিকে ইঙ্গিত করে বললেন, কিছুক্ষন আগে তো উনি এই চেয়ারে বসা ছিলেন ।
বৃটিশ পুলিশ বড় হুজুরকে অফিস রুমে না পেয়ে চলে গেল, বড় হুজুর ও সংগে সংগে পলাতক হয়ে গেলেন ।
গ্রেপ্তার এরাতে বড় হুজুর মিথ্যা না বলে কৌশল অবলম্বন করেছিলেন বৃটিশ বিরুদ্ধী আন্দোলনের স্বার্থে ।
[বড় হুজুরের নাম টা ভুলে গেছি]
ডাক্তার রোগীর চোখ পরিক্ষা করছেন, রোগী বললো আমার চোখে কোন সম্যসা নেই ।
ডাক্তার বললেন জানি তুমার চোখে কোন সম্যসা নেই, তবে তুমার কিডনীতে সম্যসা আছে, কিডনীর চিকিৎসা করতে হবে ।
-জ্ঞানী অভিজ্ঞ ডাক্তার হিকমত জানতেন, চোখ দেখে কিডনীর খবর বলে দিলেন ।
ডাক্তার রোগীর চোখ পরিক্ষা করছেন, রোগী বললো আমার চোখে কোন সম্যসা নেই।
ডাক্তার বললেন, জানি তুমার গলায় কাঁটা লাগছে, খাবার খাওয়ার সময় তো তুমি কোন কাঁটা দেখ নাই, তাই দেখছি তুমার চোখে কোন সম্যসা আছে কি না ।
-হাতুরে ডাক্তার, জ্ঞানী অভিজ্ঞ ডাক্তারের অভিনয় ।
বিষয়: বিবিধ
১০৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন