সোনার বিনিময়ে গাজা আর নাসির উদ্দিন বিড়ি ।

লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৩৮:১৫ সকাল



সিলেটে গাজা আর নাসির উদ্দিন বিড়ি আসে ইন্ডিয়া থেকে চুরা পথে । বর্ডার পাস করার নিদিষ্ট সময় ও রাস্তা আছে। ওপক্ষ বর্ডার থেকে জানাইয়া দেওয়া হবে ওই দিন ওটার সময় ওই পয়েন্টে কোন নিরাপত্তা থাকবে না । ঠিক ওই সময় গাজা ও নাসির বিড়ি ইন্ডিয়া থেকে চলে আসবে সিলেট শহরের খুব কাছের গ্রামে । বসত ঘরের ভিতরে মাটির নিচে স্টুর রুমে রাখা হবে মাল, সেখান থেকে ডিলারদের কাছে পৌছে যাবে সময় মত।

সিলেট শহরের বড় ব্যবসাহি, ‘মাঝন’ এক নম্ভর সোনা কিনবেন নগদ টাকা দিয়ে(মিডিল ইস্টের সোনার চাকার দাম বাজার মূল্য থেকে হাজার টাকা বেশি )।

মাঝন সেই সোনা, এজেন্টের মাধ্যমে পাচার করে দিবেন ইন্ডিয়ায় । ইন্ডিয়ার ব্যবসাহি সোনা পাওয়ার পর মাল (গাজা আর নাসির উদ্দিন বিড়ি) সাপ্লাই দিবে । সেখানে লেনদেন হয় সোনায়, টাকা –রুপি নেই কারবার।

সিলেটে নেহার মার্কেটের (স্বর্ণ মার্কেট) যে ডাকাতি হলো, কয়েক কোটি টাকার এই সোনা যাবে কোথায়?

অল্প হলে ও কয়েক টন গাজা আসবে বাংলাদেশে, সিলেট শহরে শাহ জালাল (র: ) মাজারে ও যাবে একটা অংশ।

ধোঁয়া উড়বে আকাশে, সেই ধোঁয়ার মাঝে কি থাকবে কোন বাদশা মিয়ার রক্তের দাগ বা সোনা পুড়ানো কোন গন্ধ ...

ছবি: পাহারাদারের দায়িত্ব পালন করতে গিয়ে ডাকাতদের বোমা ও গুলিতে নিহত বাদশা মিয়া ।

বিষয়: বিবিধ

২৬৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File