ওরা প্রেসিডেন্ট মুরসীর পক্ষের লোক তাই ওরা সন্ত্রাসী ।

লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ১৭ আগস্ট, ২০১৩, ০৮:২৬:০২ সকাল

সাউদী বাদশা আব্দুল্লাহ, জে: আব্দেল ফাতা আল সিসি এর পক্ষ নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্বে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন ।

গত মাসে প্রেসিডেন্ট মুরসীকে বন্দি করার পর সাউদী বাদশা আব্দুল্লাহ, জে: আব্দেল ফাতা আল সিসি এর মিসরকে ৫ বিলিয়ন ডলার সাহায্য দেয়ার ঘোষনা দিয়েছিলেন ।

মুরসীর পক্ষের লোক সন্ত্রাসী।

কেন এরা সন্ত্রাসী?

ওরা মিসিল, মটিং করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, ওরা সাউদী রাজতন্ত্রের শক্র, ইসরাইলের জন্য হুমকি ।

ওরা গণতান্ত্রিক ভাবে মুরসীকে প্রেসিডেন্ট করেছিলো, গণতন্ত্র সাউদী রাজতন্ত্রের জন্য হুমকি ।

মুরসী ইসলামিষ্ট, সাউদী রাজতন্ত্র ভরসা রাখে আমেরিকার উপর ।

ইসরাইলের জন্য যারা হুমকি তারা পরোক্ষভাবে আমেরিকার জন্যও হুমকি, তাই ওরা সন্ত্রাসী ।

বিষয়: আন্তর্জাতিক

১৩০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File