চুদুর বুদুর চইলত ন

লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ১১ জুন, ২০১৩, ০৯:৫৫:৫২ সকাল

‘তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুর বুদুর চইলত ন।’

ফেনীর বা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় “চুদুর বুদুর চইলত ন”, সিলেটে এসে: “ন চুদুর বুদুর” ।

“চুদুর বুদুর” হাইব্রিড নেতা নেত্রীর ভাষায় নিষিদ্ধ পল্লীর ভাষা ।

গ্রাম গঞ্জে যে অর্থে ব্যবহার হয় যেমন, একজন পাওনাদার বার বরা যাচ্ছে তার পাওয়না আদায়ের জন্য দেনাদারের কাছে কিন্তু দেনাদার ছল-চাতুরি, টানবাহনা করে বার বরা তারিখ দিচ্ছে।

শেষ মেষ পাওনাদার বিরক্ত হয়ে বলে, “ঠিক আছে, ওই সময়ে আসবো, তখন কিন্তু “ন চুদুর বুদুর”

এটা হচ্ছে চূড়ান্ত সতর্কবার্তা, তখন আবার ছল-চাতুরি, টানবাহনা করলে অর্থাৎ চুদুর বুদুর করলে খবর আছে।

বিষয়: সাহিত্য

১৫০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File