হিরো থেকে জিরো তার পরও আশরাফুল আমাদের গর্ব ।

লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ০৫ জুন, ২০১৩, ০৮:১৩:৪০ সকাল



এক মাত্র আশরাফুলই যিনি নিজের অপরাধ স্বীকার করেছেন এবং নিজের অপরাধের জন্য অনুতপ্ত ।

ফিক্সিং এ অন্য যাদের নাম এসেছে তারা সবাই অস্বীকার করেছেন।

এ জন্য আশরাফুল একাই নিষিদ্ধ হলেন । আকসু’র তদন্তের রিপোর্ট পাওয়ার পর বাকিদের যা হবার তাই হবে ।

বাংলাদেশ ক্রিকেট নিয়ে আন্তর্জাতিক চক্রান্তের ফাদে পড়ে ভুল অন্যায় করেন আশরাফুল।

দেশে বিদেশে কজন লোক আছে আশরাফুলের মত যিনি বিবেকের তাড়নায় এক পা আগুয়ান হয়ে সব অপরাধ স্বীকার করে নিয়ে শাস্তি পেতে চান নিজের ও দেশের ভালোর জন্য ।

আশরাফুলের স্বীকার উক্তি অপরাধ স্বীকার করা -অপরাধের জন্য অনুতপ্ত হওয়া ক্ষমা চাওয়া মহত গুনেরই পরিচয় ।

আশরাফুলেকে ক্ষমা না করলে তো আমরা ও বিবেকের কাছে অপরাধী হয়ে যাব ।

ছবি: মানবজমিন

বিষয়: বিবিধ

১২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File