১০ জন শ্রমিকের জীবনের মূল্য প্রধানমন্ত্রীর একদিন আপ্যায়ন খরচের চেয়েও কম ।
লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ২৮ এপ্রিল, ২০১৩, ০৮:২০:৩৬ সকাল
আবুল হাসান মাহমুদ আলী -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী শনিবার সচিবালয়ের পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, সাভারের দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে জেলা প্রশাসনকে সহায়তা দেয়ার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর বরাবর চার কোটি টাকা ছাড় করা হয়েছে।
ইতোমধ্যে দুই কোটি টাকা জেলা প্রশাসক অফিসে বরাদ্দ দেয়াও হয়েছে। প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে ২০ হাজার ও আহত ব্যক্তির চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা প্রদানের জন্য জেলা প্রশাসককে পরামর্শ দেয়া হয়েছে।
ইতোমধ্যে ২৬৯ মৃত পরিবারকে ২০ হাজার করে মোট ৫৩ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে। আহত ৯৩৪ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ পর্যন্ত ৬শ’ লোককে ৫ হাজার করে মোট ৩০ লাখ টাকা প্রদান করা হয়েছে। এ ছাড়া উদ্ধারকাজ পরিচালনার জন্য তাৎক্ষণিকভাবে সরঞ্জাম বা দ্রব্যাদি ক্রয়ের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ৫ লাখ টাকা প্রদান করা হয়েছে।
উদ্ধার সরঞ্জামের কোন ঘাটতি রয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০১০ সালে ৭০ কোটি টাকার উদ্ধার সরঞ্জাম ক্রয় করেছে। সরকারের কাছে অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম রয়েছে।
------
সাভারে ভবন ধসের পরে আমরা কি দেখলাম, চা্ঁদা তুলে টচ-লাইট কিনতে হয়েছে, দোকান বাড়িতে গিয়ে উদ্ধার সরঞ্জাম আনতে হয়েছে ।
আহত লোকদের বাচা্ঁনোর জন্য অক্সিজনের জন্য স্বেচ্ছাসেবীদের কি দৌড়াদৌড়ি করতে হয়েছে।
মন্ত্রী সাহেবের তো এসব জানার কথা নয়, তখন তিনি ছিলেন নিজ এলাকায় নিজের কাজে ব্যস্ত । কাগজে কলমে ৭০ কোটি টাকার অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম আছে কিসের চিন্তা ।
মৃত পরিবারকে কত দিলেন তার একটা হিসাব দিলেন, যার অনুপাত:
১০ জন শ্রমিকের জীবনের মূল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার একদিন আপ্যায়ন খরচের চেয়েও কম ।
[প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৈনিক আপ্যায়ন খরচ ২ লাখ ১৩ হাজার ৬৯৮ টাকা।]
পয়লা বৈশাখের এক হালি ইলিশের দাম ১জন শ্রমিকের জীবনের মূল্যের চেয়েও বেশি ।
[পয়লা বৈশাখে এক হালি ইলিশের দাম ৩২ হাজার]
এক জন বেকার মন্ত্রীর একমাসের বেতন ২জন শ্রমিকের জীবনের মূল্যের চেয়েও বেশি ।
[দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের মাসিক বেতন: ৫৩ হাজার ১০০ টাকা
যদিও রুলস অব বিজনেসেও দপ্তরবিহীন মন্ত্রী বলে কোন পদ নেই ।]
!!! ১ জন শ্রমিকের জীবনের মূল্য ২০ হাজার টাকা !!!
বিষয়: বিবিধ
১৬১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন