ভাবছিলাম এখানে ডিস্ক ডান্স হচ্ছে, এখন মনে হচ্ছে, দোজকে ডুকে গেছি ।
লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ১০ এপ্রিল, ২০১৩, ১০:৫০:০২ সকাল
হাসরের ময়দানে শেষ বিচারে একটা লোকের নেকি আর পাপ সমান সমান হয়ে গেল ।
-এক জন ফেরেস্তা এসে এই লোকটাকে বলেন, তুমার প্রছন্দ মতো দুইটার মধ্যে একটা জায়গা গ্রহন করো ।
তবে তুমার প্রছন্দ মতো জায়গায় একবার ডুকে গেলে আর ফেরৎ আসা যাবে না ।
-লোকটা খুশি হয়ে বললো, ঠিক আছে, জায়গা দুইটা কোথায় ।
-ফেরেস্তা প্রথম একটা জায়গা দেখালেন, দুর থেকে লোকটা দেখলো, বিশাল মাঠ, সেখানে দু’এক জন লোক অলসের মত গাছের নিচে বসে আছে ।
-লোকটা ফেরেস্তাকে বললো দ্বিতীয় জায়গা কোথায়?
-ফেরেস্তা দুইনম্বর জায়গা দেখালেন, সেখানে অনেক লোক হৈ চৈ, লাফা লাফি করছে, দুর থেকে লোকটা দেখে বললো, এই মত জায়গা আমি চাই ।
-ফেরেস্তা বললেন, তুমার ইচ্ছা, তুমার প্রছন্দের জায়গায় চলো ।
-ফেরেস্তা সেই ঘরের দরজা খোলার অনুমতি চাইলেন, দরজা খোলা হলো ।
- ঘরের ভিতরের ফেরেস্তা বললেন, কি চাই?
-বাহিরের ফেরেস্তা বললেন, তুমার ঘরের নতুন বাসিন্দাকে গ্রহন করো ।
- ঘরের ভিতরের ফেরেস্তা, লোকটাকে ঘরের ভিতরে ডুকতে অনুমতি দিলেন ।
লোকটা ঘরের ভিতরের ডুকে গেলো, দরজাটা বন্ধ হয়ে গেলো ।
- ঘরের ভিতরের ডুকেই লোকটা লাফা লাফি শুরু করে দিলো, ভিতরের ফেরেস্তাকে বললো, আমাকে বাহির করে দাও, পা গরমে ফুরে যাচ্ছে ।
- ফেরেস্তা বললেন, তুমার ইচ্ছায় এসেছো, ফেরৎ যাওয়ার অনুমতি নেই ।
- লোকটা বললো, আমি তো ভাবছিলাম এখানে ডিস্ক ডান্স হচ্ছে । এখন দেখি, পায়ের নিচে লোহার তকত্বা, তার নিচে আগুন । মনে হচ্ছে, দোজকে ডুকে গেছি ।
- ফেরেস্তা বললেন, মনে করার কিছু নেই । তুমি তো দোজকের ভিতরেই আছো ।
--------------
শুনা গল্প, সত্য না মিথ্যা প্রশ্ন করে লাভ নেই।
বিষয়: বিবিধ
১৪৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন