আল কোরানের আইন, নিয়ম-নীতি মধ্যযুগীয়, বর্তমান যুগে যদি অচল হয় তা হলে আমি নিজকে কেন এক জন মুসলিম বলবো বা বলার প্রয়োজন কি ?
লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ০৮ এপ্রিল, ২০১৩, ০৯:১০:২০ সকাল
আমার নিজের কথা বলছি ।
জন্ম গত ভাবে মসলমান ছিলাম, এখন বুঝে মসলমান ।
যেহেতু নিজকে একজন মসলমান দাবি করি, ১৪০০ বৎসর আগের আল কোরানই আমার ধর্ম গ্রন্হ ।
আল কোরানের আইন মানতে বাধ্য যেহেতু নিজকে একজন মসলমান দাবি করি ।
এখন আমার পক্ষে আর বলা সম্ভব নয় যে ১৪০০ বৎসর আগের আল কোরানের আইন, নিয়ম, নীতি মধ্যযুগীয় এখন আর চলবে না ।
এখন যদি সত্যই বলি বা বিশ্বাস করি যে, আল কোরানের আইন, নিয়ম, নীতি বর্তমান যুগে অচল, প্রথম যুগ, মধ্য যুগ শেষ হয়ে এখন আমরা শেষ যুগে ।
তা হলে আমি নিজকে কেন এক জন মুসলিম বলবো বা বলার প্রয়োজন কি ?
কোরানের আইন, নিয়ম, নীতি হয়তো সব সময় মেনে চলতে পারিনা সেটি অন্য কথা কিন্তু আল কোরানকে বিশ্বাস করি বলেই তো নিজকে মুসলিম বলি ।
আল কোরানকে বিশ্বাস করা মানে আল কোরানের আইন, নিয়ম, নীতি সব কিছুই সত্য বলে বিশ্বাস করে মেনে চলা ।
শেষ যুগ শেষ হলে আসবে কিয়ামত, সেই কিয়ামত পর্যন্ত আল কোরান থাকবে অপরিবর্তন হয়ে, সেটাও বিশ্বাস করা ।
বিষয়: বিবিধ
১২৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন