ভারত থেকে দেশ বাচাও কি আত্তঘাতী চিন্তা। ভারত সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের রেকর্ড খুব খারাপ : আনু মুহাম্মদ
লিখেছেন লিখেছেন বাংলার তেীহিদ ০৪ মার্চ, ২০১৩, ০৪:৩০:৫৪ বিকাল
ভারত সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের রেকর্ড খুব খারাপ : আনু মুহাম্মদ
বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদের মতে, ভারত সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের রেকর্ড খুব খারাপ। ঘাটতির সময়ে ভারত থেকে ৫ লাখ টন চাল কেনার চুক্তি হয়েছিলো, ৩ বছর আগে মন্ত্রী থাকাকালে প্রণব মুখার্জিও এসে তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখনও তা আসেনি। কিছুদিন আগে ভারতের এক মন্ত্রী এসে সিডর এলাকায় ঘর বানিয়ে দেবার কথা বললেন, এ নিয়ে তখন অনেক প্রশস্তি হল, সেই ঘর এখনও ওঠেনি। কোনো দরকার ছিলো না, বাংলাদেশ ভারত থেকে ঋণ নেবার চুক্তি করেছে ১ বিলিয়ন ডলার। প্রশস্তির জোয়ারে ঢাকা পড়েছে তার হাজারো শর্ত। সেই ঋণের টাকা ছাড়ে দেরি হয়েছে, বোঝা বেড়েছে। বিভিন্ন খাত এখন ঐ ঋণের শৃঙ্খলে আটক। কদিন আগে ঐ টাকায় ট্রেনের বগি কেনার চুক্তি হল ৯০০ কোটি টাকায়, যার দাম আন্তর্জাতিক বাজারে ৬০০ কোটি টাকা। অভিন্ন নদী নিয়ে সর্বনাশা আয়োজন চলছে, পাশাপাশি ‘বাংলাদেশের কোনো ক্ষতি হবে না’ এই কথামালাও। বাংলাদেশের সীমান্তের তিনদিক ঘিরে ভারত ৫ বিলিয়ন ডলার খরচ করে কাঁটাতারের বেড়া দিচ্ছে। কাঁটাতারের সীমান্তে মানুষ হত্যাও অব্যাহত আছে। রামপালে সুন্দরবন ধ্বংস করে যে বিদ্যুৎ প্লান্ট নির্মাণের আয়োজন চলছে তাতে ভারতীয় কোম্পানি খরচ বহন করবে শতকরা ১৫ ভাগ, কিন্তু তার মালিকানা শতকরা ৫০ ভাগ, কর্তৃত্ব আরও বেশি (দেখুন: http://www.ncbd.org)। ঐ কোম্পানির মুনাফা হবে, আমাদের একমাত্র সুন্দরবন ধ্বংস হবে। বাংলাদেশের প্রাণপ্রকৃতি ধ্বংস করে টিপাইমুখ বাঁধের নির্মাণ প্রস্তুতি চলছে। একদিকে সীমান্ত ঘেরাও অন্যদিকে বাংলাদেশের বুক চিরে ট্রানজিট নেবার আয়োজন। ভারত থেকে নেয়া ঋণের টাকাতেই বাংলাদেশ তার ব্যবস্থা করছে। অথচ নেপাল যেতে ভারতের কয়েক কিলোমিটার পথ বাংলাদেশের ব্যবহার করবার ব্যবস্থা এখনও হয় নাই। ভারত থেকে পণ্য আসছে, ভারতে বাংলাদেশের পণ্য যাবার পথে হাজারো বাধা। বাংলাদেশে ভারতের সব চ্যানেল আমরা দেখি। ভারতে বাংলাদেশের চ্যানেলগুলো দেখানোতে টেকনিক্যাল সমস্যা! ভারত সরকারের প্রতিশ্রুতি আর আশ্বাসের ওপর ভর করা যে কতো আত্মঘাতী ও সর্বনাশা তার প্রমাণ আর কতো দরকার? https://www.facebook.com/anumuhammadbd
বিষয়: বিবিধ
৯৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন