ছাত্রদল-শিবির ধরতে ন্যান্সির বাসায় পুলিশের সাঁড়াশি অভিযান
লিখেছেন লিখেছেন বাংলার তেীহিদ ৩০ অক্টোবর, ২০১৩, ০৬:৩১:৩৩ সন্ধ্যা
ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীদের গ্রেপ্তারে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ন্যান্সির বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ করেই পুলিশ ন্যান্সির নেত্রকোনার বাসায় অভিযান চালায়। সেখানে ঘণ্টা দুয়েকের মতো অবস্থান করে তারা।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মফিজুল ইসলাম জানান, ছাত্রদল ও ছাত্রশিবিরের কতিপয় নেতাকর্মীর সন্ধানে ন্যান্সির বাসায় পুলিশের এই সাঁড়াশি অভিযান চালানো হয়েছে।
ওই সময় সেখানে না থাকলেও এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে ন্যান্সি বলেছেন, ‘ফেসবুকে দেয়া আমার একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে কয়েক দিন ধরে বিভিন্ন মহল থেকে হুমকি পেয়ে আসছি।’
‘আমার ধারণা, এর রেশ ধরে আমাকে হয়রানি করার জন্য এত রাতে আমার নেত্রকোনার বাসায় পুলিশ যায়। ঘটনার আকস্মিকতায় আমি রীতিমতো বিস্মিত হয়েছি। গভীর রাতে পুলিশের এ ধরনের আচরণের পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি’ যোগ করেন তিনি।
ওসি মফিজুল বলেন, ‘ন্যান্সির নেত্রকোনার বাড়িটি বেশ নিরিবিলি। আমাদের কাছে খবর আসে ন্যান্সির বাড়িতে ছাত্রদল ও ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী আশ্রয় নিয়েছেন। পরে পুলিশের ছয় সদস্যের একটি দল ন্যান্সির বাসায় অভিযান চালায়।’
খবরের বিস্তারিত লিংক এখানে>>
বিষয়: বিবিধ
১৩১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন