মসজিদ ও আলি-গলি নেতাকর্মিদের দখলের নির্দেশ হানিফের

লিখেছেন লিখেছেন বাংলার তেীহিদ ২৪ অক্টোবর, ২০১৩, ০২:৩৯:০৫ দুপুর



ঢাকা: বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য ও সন্ত্রাস’ প্রতিরোধে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, আগামীকাল তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আওয়ামী লীগ তাদের শক্ত হাতে প্রতিহত করবে।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় হানিফ এসব কথা বলেন।

বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় থাকবে। যতোদিন সংসদ চলবে, ততোদিন এই সরকারের মেয়াদ থাকবে। কোনো হুমকি-ধামকিতে কাজ হবে না।’

খালেদা জিয়ার ক্ষমা করার ঘোষণাকে ‘অপমানজনক’ দাবি করে আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘আপনার কাছে কে ক্ষমা চাইতে গিয়েছে যে আপনি ক্ষমা করেছেন! আপনি ও আপনার পরিবার ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এজন্য আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

এদিকে, শর্তসাপেক্ষে পুলিশ আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দিলে তারা সমাবেশ করবে বলে জানান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ কামাল আহমেদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

নিউজ লিংক

বিষয়: বিবিধ

১১৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File