দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধ
লিখেছেন লিখেছেন বাংলার তেীহিদ ১৫ এপ্রিল, ২০১৩, ০৭:৪০:২১ সন্ধ্যা
দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করলেন পত্রিকাটির সাংবাদিকরা।
দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধ
দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করলেন পত্রিকাটির সাংবাদিকরা।সরকারের হামলা মামলা ও সম্পাদককে গ্রেপ্তার এবং সবশেষ বিকল্প মাধ্যমে বের হওয়া আমারদেশ সরাসরি সরকারের হস্থখ্খেপে ও আইন শৃংখলা বাহিনীর মাধ্যমে প্রিন্টিং আফিস ছিল গালা করে দেয়ার পর অন্য প্রিন্টিং প্রেস থেকে প্রকাশিত হত।আর তাতেও সরকার হস্থখ্খেপ করে বন্ধ করে দিল।অবশেষে পেপারটির সাংবাদিকরা বাধ্য হয়ে বন্ধ করে দিতে হল।
এবং তারা বলেছে তারা আদালতে দারস্থ হয়ে আবার ফিরে আসবে।
নিউজ েসারস
tajanews.tk
বিষয়: বিবিধ
১১০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন