ঘুমেয়ে আছেন কতাগণ

লিখেছেন লিখেছেন আবু রায়হান ২৮ জানুয়ারি, ২০১৩, ০৩:০৮:০২ রাত

আমরা হয়তো আজ বন্যায় প্লাবিত হওয়ার আসংকা যুক্ত অঞ্চলের দুর্বল এক বাধের পাশ দিয়ে পথ হাটছি। জল আজ বিপদ সীমায় ।কাল জলের গতি সীমার উর্ধে গেলে যে সকলের বাড়ীতে জল গড়াবে তা কিন্তু নিশ্চিত।কিন্তু এ নিয়ে ভাবনা নেই অঞ্চলের কর্তাদের।ইতমিধ্যে পার্শবর্তী অঞ্চল বন্যায় কবলবিত হয়ে গেছে ।সেই খবরও চারি দিকে ছড়িয়ে পডেছে।ওপর দিকে এ অঞ্চলের কিছু কিছু প্লবিত হতে শুরু করেছে।জানি এমন থাকলে কাল আমরাও বন্যায় পুরোপুরি প্লবিত হব।তাই বসে না থেকে আমাদেরকে আজই এগিয়ে আসতে হবে তাতে যদি কর্তাদের ঘুম ভাঙ্গে।

এক সময় ছিল যখন আমাদেরদেশের নারীরা ঘরে বন্দি ছিল।বেগম আর.এস হোসেন শত চেষ্টার দ্বারা নারীদের মুক্তির পথ দেখালেন ।আলোর পথ দেখালেন কিন্তু সেই আলো নারীদের উপর এনে দিল নতুন দায়িত্বের ভার যা তাদেরকে বন্দি করল নতুন করে বন্দি শালার মত।তবে কি নারী বন্দি থাকার নিমিত্তেই?আগে হয়তো তারা রন্দনশালার দায়েত্বে ভারারোপিত ছিল কিন্তু আজ তার সাথে কিছু একটা যুক্ত হয়েছে।

আধুনিকায়নের নামে যে নরীদের ব্যবহার করা হচ্ছে সেদিকে আমাদের নজর একে বারেই নেই।আমি নারী শিক্ষার বিরোদ্ধে নই।আমি তাদের বিরোদ্ধে যারা তাদের কন্যাগণকে অশ্লিরতার পথে হাটায়।ছোটবেলা থেকে আধুনিক পোষাক পডায়, হাত দরে নাচের মঞ্চে তুলেদেয়।আর.এস হোসেনই তো আমাদের ভগিনীদেরকে জাগাতে চেয়ে ছিলেন ,তবে তিনি তো এভাবে পর্দার আরাল হতে বেরিয়ে আসতে বলেননি নিশ্চয়।

শিক্ষার মধ্যদিয়ে আমাদের বোনরা বেরিয়ে্ এসেছে ,যোগ দিয়েছে কর্মক্ষে্এে কাধে নিয়েছে নতুন দ্বায়িত্ব।শাসনের বেড়াজালে আজও পাচ্ছেনা ন্যায্য আধিকার।বরং প্রতিনিয়ত হচ্ছে নির্যাতনের,ধর্ষনের স্বীকার।প্রলোবনে পড়ে প্রতারিত হচ্ছে হাজারো বোনেরা।নারীর শাসনে নারীর নেই ন্যায্য অধিকার।

নারীরা বিভিন্ন ভাবে পুরুষদের আকৃষ্ট করছে,মনুষত্বহীন পুরুষ পরিনত হচ্ছে ধর্ষকে ।আইনরে উদাসীনতা ধর্ষককে দিচ্ছে প্রেষনা।

বাধভেঙ্গে জল কাল যখন আমার ঘরে ডুকবে তখন কি হবে একবার কি ভেবেছি????

বিষয়: বিবিধ

১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File