যুদ্বাপরাধের বিচার বন্ধে সচীবালয়সহ সারাদেশে একযোগে জামায়াতের হামলা।
লিখেছেন লিখেছেন কালের কন্ঠ ২৮ জানুয়ারি, ২০১৩, ০৩:০৮:১২ দুপুর
রাজধানীর মতিঝিলে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ সকাল সাড়ে নয়টার দিকে জামায়াত-শিবির কর্মীরা শাপলা চত্ত্বর, দৈনিক বাংলা, স্টেডিয়াম এলাকায় মিছিল বের করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ শুরু হয়।
পুলিশ সেসময় তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপসহ ব্যাপক লাঠিচার্জ করে। এতে পুলিশসহ বেশ কয়েকজন শিবির কর্মী আহত হয়েছে।
এদিকে সকাল থেকে চলা এ সংঘর্ষে ৫৩ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় জামায়াত-শিবির কর্মীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ও ভাংচুর চালায়। এছাড়া সেসময় কয়েকটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে।
ট্রাইব্যুনাল বাতিল করে জামায়াত নেতাদের মুক্তি, শিবিরের প্রচার সম্পাদক ইয়াহহিয়ার মুক্তিসহ কয়েকটি দাবিতে জামায়াত-শিবির কর্মীরা এই মিছিল বের করে বলে জানা যায়।
বিষয়: বিবিধ
১০৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন