চট্টগ্রাম: সাগরতীরে আলোর শহর ----গোলাম মাওলা মুরাদ

লিখেছেন লিখেছেন মুরাদ ২৬ জানুয়ারি, ২০১৩, ০৫:২৮:৫২ বিকাল

চট্টগ্রাম-সাগরতীরে আলোর শহর

চট্টগ্রামকে নিয়ে আমি একটি ম্যাগাজিন অনুষ্ঠান করি টিভিতে। নাম কর্ণফুলীর তীরে। সেটা করতে গিয়ে মনে হয়েছে চট্টগ্রামের বিশাল ঐতিহ্য আর সমৃদ্ধ ইতিহাস নিয়ে একটি বই লিখলে কেমন হয়। যেই ভাবা কাজ ো শুরু করলাম। এর মধ্যে দু একজন প্রকাশক ো আগ্রহ দেখালেন। আশাকরি আগামী বই মেলাতেই বইটি প্রকাশ হবে। বইয়ের নামে লেখাটির শিরোনাম দিলাম- চট্টগ্রাম-সাগরতীরে আলোর শহর। সবাইকে বই মেলাতে নতুন বই কেনার ো দেখার আমন্ত্রন।--মুরাদ

বিষয়: বিবিধ

১২৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File