আংগো পুন্দানমন্ত্রীর কথা হুনি আঁর এক মালিক বেটার কথা মনে হড়ি গেছে।

লিখেছেন লিখেছেন নেট পন্ডিত ০৮ জুন, ২০১৩, ০৭:৪৬:০৫ সন্ধ্যা



আবার নির্বাচিত হলে পদ্মা সেতুর কাজ দ্রুত শেষ করবো: প্রধানমন্ত্রী

আংগো পুন্দানমন্ত্রীর কথা হুনি আঁর এক মালিক বেটার কথা মনে হড়ি গেছে।

এক মালিক তার কর্মচারীদের ডেকে বলল পাঁচ বছরে তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশী এবং ভালো কাজ করবে তাকে আমি পাঁচ বৎসর পর ১,০০,০০০/= (এক লক্ষ) টাকা দিব।

মালিকের এমন অপার শুনে কর্মচারীরা প্রতিযোগিতা করে একে অপরকে ডিঙ্গিয়ে অক্লান্ত প্ররিশ্রম করে যাচ্ছে এভাবে চলতে চলতে পাঁচ বৎসর শেষ হওয়ার পর মালিক বিজয়ীর নাম ঘোষনা করলেন এবং তাঁকে ১,০০,০০০/= (এক লক্ষ) টাকার চেক প্রদান করলেন। কর্মচারীতো মহা খুশি পুরুষ্কার পেয়ে তড়িৎ গতিতে চলে গেলেন ব্যাংকে চেক ডেভিক করানের জন্য ব্যাংক কর্মকর্ত চেক দেখে বললেন সিগন্যাসার কই সিগন্যাসা নিয়ে আসেন।

পুরুষ্কার প্রাপ্ত লোক চেক নিয়ে দোড়িয়ে মালিকের কাছে এসে বললেন স্যার চেকে সিগন্যাচার দেন নাই টাকা তুলতে পারছি না প্লিজ সিগন্যাসারটা দিন।

মালিক বললেন শুনো আমার প্রিয় কর্মচারী তুমি আামার কথা মতে সর্বাধিক কাজ করার জন্য তোমাকে ধন্যবাদ । এবং চেকে সিগন্যাচার নিতে হলে তোমাকে আরো পাঁচ বৎসর অনুরূপ আমার কাজ করতে হবে। মুল কথা তুমি যদি আরো পাঁচ বৎসর আমার কাজ কর তাহলে আমি চেকে সিগন্যাচার করবো নতুবা নয়। এ কথা শুনে হতভাগা কর্মচারী বললেন স্যার পাঁচ বৎসর কাজ করে আপনার তৃপ্তি মিটাইতে পারি নাই আরো পাঁচ বৎসর কাজ করলে আপনি চেকে সিগন্যাসার দিবেন সেটার কোন সিকিউরিটি আছে??? হয়ত আরো পাঁচ বৎসর কাজ করার পর আপনি বলবেন যে তোমার চেকে সিগ্যাসার দিয়ে দিয়েছি কিন্তু তারিখটা পাঁচ বৎসর পরের দিয়েছি সুতারং চেক টা পাস হওয়ার জন্য আরো পাঁচ বৎসর আমার কাজ করো।

প্রিয় বন্ধুগন ঠিক এমনি চরিত্র হলো বাংলাদেশ আওয়ামীলীগের যারা মিথ্যা কথা যত সুন্দর করে বলতে পারে অন্যরা সত্য কথাও তত সুন্দর করে বলতে পারে না।

বিষয়: বিবিধ

১২৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File